BPSC Non Cadre Exam Question Solution 2021 has been published. BPSC Non-cadre Exam Question Solution 2021, Bangladesh Public Service Commission (BPSC) Exam Question Solution 2021, BPSC Non Cadre Senior Staff Nurse Exam Question Solution 2021, BPSC Senior Staff Nurse Exam Question Solution 2021.
Bangladesh Public Service Commission most recently take a MCQ exam for 100 marks of the post Senior Stuff Nurse. All of the examine can see their exam question with full solution here.
BPSC also declared a new job notice for 2500 posts so this exam question solution help you to take the next circular job exam preparation. When you read this circular you can easily analyze that which lesson have how many question.
BPSC Non Cadre Exam Question Solution 2021
বাংলা অংশ সমাধানঃ
১. যেকোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন।
ক) মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের দেশপ্রেম
খ) দুর্নীতি উন্নয়নের অন্তরায়
গ) মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল
ঘ) অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা
উত্তরঃ নিজে চেষ্টা করুন।
২. বাংলায় অনুবাদ করুন।
উত্তরঃ নিজে চেষ্টা করুন।
৩. ক) বাক্য সংকোচন করুন।
মেঘের ধ্বনি = জীমূতমন্দ্র
সাপের খোলস = নির্মোক
একশত পঞ্চাশ বছর = সার্ধশতবর্ষ
দেখবার ইচ্ছা = দিদৃক্ষা
পা ধোয়ার পানি = পাদ্য
খ) শুদ্ধরূপ লিখুনঃ
পিপিলিকা = পিপীলিকা
বুদ্ধিজিবী = বুদ্ধিজীবী
ঐশরিক = ঐশ্বরিক
সৈরাচারি = স্বৈরাচারী
মরিচিকা = মরীচিকা
গ) প্রায় সমোচ্চারিত শব্দজোড়ের অর্থ নির্ণয় করুন।
বাধা = ব্যাঘাত বা প্রতিবন্ধকতা [ভালো কাজের পদে পদে বাধা থাকে]
বাঁধা =আবদ্ধ বা তৈরি করা [ঘর বাঁধা একদিনের কাজ নয়]
অন্ন = ভাত
অন্য = অপর
অভিবাসন = অন্য দেশ হতে এসে বসবাস
অভিভাষণ = সভাস্থ জনতাকে সম্ভাষণ
রোঁদ = নির্দিষ্ট এলাকায় ঘুরে নির্দিষ্ট সময়ব্যাপী পাহারা (patrol, এজন্য বলা হয় patrol police)
রোদ = সূর্যের কিরণ বা আলো বা তাপ
আবাস = বসবাসের স্থান
আভাস = ইঙ্গিত
ইংরেজি অংশ সমাধানঃ
১. Write a short note on any one of the following.
a) Health service in Bangladesh
b) Importance of sports and game for the students
উত্তরঃ নিজে চেষ্টা করুন।
২. Read the following passage and answer the questions below.
উত্তরঃ নিজে চেষ্টা করুন।
৩. Change the following questions as directed (Any six)
a) Look ——the word in the dictionary. Ans: up
b) Do the work. Ans: Let the work be done.
c) He said to me, ”give me the book”. Ans: He requested me to give him the book.
d) He insisted me to do the work. Ans: He insisted me on doing the work.
e) It has been raining since two hours. Ans: It has been raining for two hours.
f) The large white house sold yesterday. Ans: The large white house was sold yesterday.
g) My son does not like vegetable. Ans: My son does not like vegetables.
h) It is not possible to make —–the loss. Ans: up
বাংলাদেশ বিষয়াবলী অংশ সমাধানঃ
১. মহান মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল? সেক্টর কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ দিনাজপুরের দক্ষিণ অংশ, রাজশাহী, বগুড়া, পাবনা জেলা এবং হিলি থেকে হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত সীমান্ত এলাকা নিয়ে মহান মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টর গঠিত ছিল। সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক।
২. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার কোথায় শপথ গ্রহণ করে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান।
৩. বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম কি? কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম বর্ধমান হাউজ। এটি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়।
৪. ভিক্টোরিয়া পার্কের সাথে অবিভক্ত ভারতের কোন ইতিহাস জড়িত?
উত্তরঃ সিপাহি বিদ্রোহ ভিক্টোরিয়া পার্কের সাথে অবিভক্ত ভারতের ইতিহাস জড়িত।
৫. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাসত্ব আইন কত সালে প্রবর্তিত হয়?
উত্তরঃ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাসত্ব আইন প্রবর্তিত হয় ১৯৪৮ সালের ৩১ মার্চ।
৬. গারাে, মনিপুরি, রাখাইন ও সাঁওতাল ক্ষুদ্র নৃগােষ্টি কোন কোন অঞ্চলে বসবাস করে?
উত্তরঃ গারাে বৃহত্তর ময়মনসিংহ, মনিপুরি বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়, রাখাইন কক্সবাজার ও পটুয়াখালীতে, সাঁওতালরা দিনাজপুর ও রংপুর অঞ্চলে বাস করে।
৭. জাতীয় সংসদের সর্বমােট আসন কতটি? সংরক্ষিত নারী আসন বর্তমানে কয়টি?
উত্তরঃ জাতীয় সংসদের সর্বমােট আসন ৩৫০। সংরক্ষিত নারী আসন বর্তমানে ৫০ টি।
আন্তর্জাতিক বিষয়াবলী অংশ সমাধানঃ
৮. Greenpeace কি? এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদি সংস্থা। এর সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ডস
৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কয়টি? ভেটো প্রদানের ক্ষমতা কোন কোন রাষ্ট্রের রয়েছে?
উত্তরঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র ১৫টি। ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও গণচীন এর।
১০. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরােপের ককপিট বলা হয় কোন দেশকে? East London কোথায় অবস্থিত?
উত্তরঃ ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়াম। East London অবস্থিত দক্ষিণ আফ্রিকায়।
১১. BREXIT কি? বর্তমানে EUতে সদস্য কত টি?
উত্তরঃ ‘ব্রিটিশ এক্সিট’ নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া। EUতে সদস্য ২৭টি
১২. পূর্ণরূপ লিখঃ SAFTA, WTO, WHO, NATO, OIC
উত্তরঃ
SAFTA= South Asian Free Trade Area
WTO= World Trade Organization
WHO= World Health Organization
NATO= North Atlantic Treaty Organization
OIC= Organisation of Islamic Cooperation
বিজ্ঞান ও প্রযুক্তি অংশ সমাধানঃ
১৩. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান
১৪. ডেঙ্গু রোগে রক্তের কোন উপাদান কমে যায়?
উত্তরঃ ডেঙ্গু রোগে রক্তের প্লাটিলেট বা অণুচক্রিকা কমে যায়।
১৫. গ্রীন হাউস গ্যাস কি?
উত্তরঃ বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে।
১৬. ভিটামিন সি এর অভাবে কি হয়?
উত্তরঃ ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়।
১৭. রক্তের গ্রুপ কি কি?
উত্তরঃ রক্তের গ্রুপগুলো হচ্ছে A, B, AB ও O
১৮. IPS কি কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ ইলেকট্রিক্যাল বেশি লোডের জন্য IPS ব্যবহার করা হয় ।
১৯. SMOG কি?
উত্তরঃ SMOG হচ্ছে দূষিত বাতাস।
Note: টেকনিক্যাল ও ব্যবহারিক অংশ নিজেরাই সমাধান করে নেবেন।

করোনায় শিগগিরই ২৫০০ নার্স নিয়োগের উদ্যোগ

দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে জরুরি ভিত্তিতে ২ হাজার ৫০০ জন নার্স নিয়োগ করবে সরকার। সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে নির্দেশনা পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)কে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। করোনার কারণে গত ৩১ মার্চ পিএসসি এই নিয়োগ স্থগিত করে। এখন এটি জরুরি শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় এ পিএসসি সূত্র জানায়, যেহেতু পরীক্ষার তারিখ আগে একবার দেওয়া হয়েছে সেহেতু পরীক্ষার জন্য কম সময় দিয়ে খুব তাড়াতাড়ি পরীক্ষা গ্রহণ করা হবে। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় পিএসসিকে চিঠি দিয়েছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। পিএসসি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলে, তারা এই পরীক্ষা কম সময়ে নিতে প্রস্তুতি শুরু করেছে। শিগগিরই কমিশন সভা করে এটি জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার তারিখও দেওয়া হবে।
গত ৩১ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দশম গ্রেডের এ পদের লিখিত পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানীর ১৫টি কেন্দ্রে সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষা ওই দিন বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়ার কথা ছিল।
পিএসসি জানায়, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। লিখিত এ পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে।
গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্সে পদের সংখ্যা ২ হাজার ৫০০ বলা হয়েছিল। গত ২৮ জানুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি এমসিকিউয়ের ফল প্রকাশ করে পিএসসি। ১১ মার্চ দশম গ্রেডের পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল পিএসসি। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্বাচনপ্রক্রিয়া
প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন ছিল। এক ঘণ্টার এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রশ্ন ছিল। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পান প্রার্থীরা। ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা গেছে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ৪ ঘণ্টার। এরপরই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের।
বেতন-ভাতা ও সুবিধাদিলিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডের ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্য সুবিধা পাবেন।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নার্সিং সেবা-১ঃ ১৬২(মিডওয়াইফ পদে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ প্রদান)
পদঃ মিডওয়াইফ।
মোটঃ ১,৪০১ জন।
Post Name: Senior Staff Nurse
- Vacancy Was: 2550
- MCQ Exam Date: 28 January 2021
- Exam Time: 3.00 to 4.00 PM
১. ‘Excise duty’ শব্দের বাংলা পরিভাষা কী?
(ক) অতিরিক্ত কর
(খ) অতিরিক্ত দ্বায়িত
(গ) অতিরিক্ত কাজ
(ঘ) আবগারি শুল্ক
উত্তরঃ (ঘ) আবগারি শুল্ক
২. ‘ কোন ভিটামিন ক্ষত হতে রক্ত পড়া বন্ধ করে?
(ক) ভিটামিন-সি
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন-ডি
(ঘ) ভিটামিন-কে
উত্তরঃ (ঘ) ভিটামিন-কে
৩. পেডিয়াট্রিক সম্পর্কযুক্ত
(ক) পুরুষ
(খ) মহিলা
(গ) শিশু
(ঘ) বৃদ্ধ
উত্তরঃ (গ) শিশু
৪. “ফা হিয়েন’ কার শাসনামলে বাংলায় আসেন?
(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(খ) আলাউদ্দিন হোসেন শাহ
(গ) প্রথম চন্দ্রগুপ্ত
(ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ (ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৫. মানব জিন থাকে
(ক) RNA-তে
(খ) RBC-তে
(গ) DNA-তে
(ঘ) সাইটোপ্লাজমে
উত্তরঃ (গ) DNA-তে
৬. She is named—————her grandmother. Fill in the blank with…..
(ক) after
(খ) to
(গ) about
(ঘ) according
উত্তরঃ (ক) after
৭. জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
উত্তরঃ (ক) ১৯৭২
৮. কোন নদ-নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত ?
(ক) পুরাতন ব্রহ্মপুত্র
(খ) সুরমা
(গ) তিস্তা
(ঘ) যমুনা
উত্তরঃ (ক) পুরাতন ব্রহ্মপুত্র
৯. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?
(ক) সাইটোপ্লাজম
(খ) ক্রোমোজোম
(গ) নিউক্লিয়াস
(ঘ) নিউক্লিওলাস
উত্তরঃ (খ) ক্রোমোজোম
১০. I have to differ ——– you on this issue. (Fill in the gap)
(ক) over
(খ) to
(গ) from
(ঘ) with
উত্তরঃ (ঘ) with
১১. Which of the following words is in singular form?
(ক) formulae
(খ) agenda
(গ) oases
(ঘ) radius
উত্তরঃ ঘ) radius
১২. বৃক্কের একক কী?
(ক) নিউরন
(খ) নেফ্রন
(গ) পেসমেকার
(ঘ) হেপাটোসাইট
উত্তরঃ (খ) নেফ্রন
১৩. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
(ক) ১৩টি
(খ) ১১টি
(গ) ৪৯টি
(ঘ) ৩৯টি
উত্তরঃ (ঘ) ৩৯টি
১৪. যে সব অনুজীব রােগ সৃষ্টি করে তাদেরকে বলে?
(ক) ইনফেকশন
(খ) ফ্লোরা
(গ) টক্সিন
(ঘ) প্যাথজেনিক
উত্তরঃ (ঘ) প্যাথজেনিক
১৫. মানবদেহের কোন অঙ্গটির সাথে পোর্টাল শিরা যুক্ত আছে?
(ক) চোখ
(খ) মস্তিষ্ক
(গ) যকৃত
(ঘ) কিডনি
উত্তরঃ (গ) যকৃত
১৬. “Pick up”means?
(ক) display
(খ) collect
(গ) suspend
(ঘ) tolerate
উত্তরঃ (খ) collect
১৭. Identify the correct spelling:
(ক) questionnaire
(খ) questionaire
(গ) questionnare
(ঘ) questioneire
উত্তরঃ (ক) questionnaire
১৮. The bell had already been -. (Fill in the gap)
(ক) rang
(খ) ranged
(গ) rung
(ঘ) ringed
উত্তরঃ (গ) rung
১৯. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
(ক) অগ্নিবীণা
(খ) সোনার তরী
(গ) চিত্রা
(ঘ) বলাকা
উত্তরঃ (ক) অগ্নিবীণা
২০. NATO এর সদর দপ্তর কোথায়?
(ক) বার্ন
(খ) লিও
(গ) ব্রাসেলস
(ঘ) হামবুর্গ
উত্তরঃ (গ) ব্রাসেলস
২১. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
(ক) আঠারো
(খ) উনিশ
(গ) বিশ
(ঘ) একুশ
উত্তরঃ (ঘ) একুশ
২২. পানিতে দ্রবণীয় ভিটামিন হলাে-
(ক) ভিটামিন-A
(খ) ভিটামিন-E
(গ) ভিটামিন-B
(ঘ) ভিটামিন-D
উত্তরঃ (গ) ভিটামিন-B
২৩. পটল তােলা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
(ক) পটল গাছ থেকে পটল তােলা
(খ) পটল খাওয়া
(গ) মারা যাওয়া
(ঘ) ফেল করা
উত্তরঃ (গ) মারা যাওয়া
২৪. ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এককথায় বলে
(ক) ঔষধি
(খ) ওষধি
(গ) বনস্পতি
(ঘ) নিসর্গ
উত্তরঃ (খ) ওষধি
২৫. Identify the correct sentence:
(ক) Tell me what is your name?
(খ) Tell me what your name is. ”
(গ) Tell me what is your name.
(ঘ) Tell me what your name is?
উত্তরঃ (ক) Tell me what is your name?
২৬. মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ কোন ধরনের নাটক?
(ক) কমেডি
(খ) সামাজিক প্রহসন
(গ) ট্রাজেডি
(ঘ) মেলোড্রামা
উত্তরঃ (খ) সামাজিক প্রহসন
২৭. ইতিহাসের জনক কাকে বলা হয়?
(ক) রুসিডাই জিস
(খ) হেরোডোটাস
(গ) এরিস্টটল
(ঘ) টায়নবি
উত্তরঃ (খ) হেরোডোটাস
২৮. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
(ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
(খ) বাংলাদেশ প্রজাতন্ত্র
(গ) গণতান্ত্রিক বাংলাদেশ
(ঘ) প্রজাতান্ত্রিক বাংলাদেশ
উত্তরঃ (ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
২৯. কোন গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়?
(ক) এড্রেনাল
(খ) থাইরয়েড
(গ) পিটুইটারি
(ঘ) থাইমাস’
উত্তরঃ (গ) পিটুইটারি
৩০. আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
(ক) টায়ালিন
(খ) লাইপেজ
(গ) এমাইলেজ
(ঘ) ট্রিপসিন
উত্তরঃ (ঘ) ট্রিপসিন
৩১. মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি?
(ক) ফিমার
(খ) টিবিয়া
(গ) স্টেপস
(ঘ) রেডিয়াস
উত্তরঃ (ক) ফিমার
৩২. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
(ক) রাশিয়া
(খ) কানাডা
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ (ক) রাশিয়া
৩৩. CoVID-19 একটি?
(ক) RNA Virus
(খ) DNA Virus
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) ছত্রাক
উত্তরঃ (ক) RNA Virus
৩৪. Fill in the blank : He takes a lot of interest – game
(ক) for
(খ) in
(গ) at
(ঘ) with
উত্তরঃ (খ) in
৩৫. Fill in the blank: *Each of the ladies told own story.’
(ক) its
(খ) her
(গ) their
(ঘ) hers
উত্তরঃ (খ) her
৩৬. Noun form of the word “beautiful’ is:
(ক) beautify
(খ) beauteous
(গ) beautifully
(ঘ) beauty
উত্তরঃ (ক) beautify
৩৭. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
ক) ঢাকা
(খ) বগুড়া
(গ) যশাের
(ঘ) টাঙ্গাইল
উত্তরঃ (গ) যশাের
৩৮. মানবদেহে রক্তে সােডিয়াম আয়নের নরমাল Value কত?
(ক) 120-130 mmol/L
(খ) 135-155 mmol/L
(গ) 160-170 mmol/L
(ঘ) 130-145 mmol/L
উত্তরঃ সঠিক উত্তর নেই (সঠিক উত্তর 135-145 mmol/L)
৩৯. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
(ক) বাংলা
(খ) আসামী
(গ) গুজরাটি
(ঘ) জাপানি
উত্তরঃ (গ) গুজরাটি
৪০. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
(ক) থায়মিন
(খ) মেলানিন
(গ) ক্যারােটিন
(ঘ) হিমােগ্লাবিন
উত্তরঃ (খ) মেলানিন
৪১. সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর অবস্থিত
(ক) ব্যাংকক
(খ) দিল্পী
(গ) ইসলামাবাদ
(ঘ) ঢাকা
উত্তরঃ (ঘ) ঢাকা
৪২. সুষম খাদ্যের উপাদান কয়টি?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৭
উত্তরঃ (গ) ৬
৪৩ ক্যান্সার রােগের কারণ?
(ক) কোষের অস্বাভাবিক মৃত্যু
(খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
(গ) কোষের অস্বাভাবিক জমাট বাধা
(ঘ) সবগুলাে
উত্তরঃ (খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
৪৪. ভ্যাকসিনের কাজ কোনটি?
(ক) রোগের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলা
(খ) রােগ নিরাময় করা
(গ) রােগ বৃদ্ধি করা
(ঘ) রােগ প্রতিরােধ ক্ষমতা কমিয়ে দেওয়া।
উত্তরঃ (ক) রোগের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলা
৪৫. Which one is not an example of comparative degree?
(ক) much
(খ) less
(গ) more
(ঘ) worse
উত্তরঃ (ক) much
৪৬. রক্ত দানের বয়স সীমা কত?
(ক) ১৫-৪৫ বছর
(খ) ১০-৬০ বছর
(গ) ১৮-৫৭ বছর
(ঘ) ১৮-৭০ বছর
উত্তরঃ (গ) ১৮-৫৭ বছর
৪৭. মানুষের মস্তিষ্কের করোটি মধু সংখ্যা কত?
(ক) ১০ জোড়া
(খ) ১২ জোড়া
(গ) ১৫ জোড়া
(ঘ) ৮ জোড়া।
উত্তরঃ (খ) ১২ জোড়া
৪৮. “The apex of a triangle’ means its –
(ক) angles
(খ) top
(গ) sides
(ঘ) perimeter
উত্তরঃ (খ) top
৪৯. বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
(ক) সুনীল গঙ্গোপাধ্যায়
(খ) প্রমথ চৌধুরী
(গ) শামসুর রাহমান
(ঘ) অন্নদাশংকর রায়
উত্তরঃ (খ) প্রমথ চৌধুরী
৫০. “Gulliver’s Travels’ is written by –
(ক) Ernest Hemingway
(খ) Jonathan Swift
(গ) Bernard Shaw
(ঘ) Charles Dick
উত্তরঃ (খ) Jonathan Swift
৫১. রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি?
(ক) হেপাটাইটিস-A
(খ) হেপাটাইটিস-B
(গ) ম্যালেরিয়া
(ঘ) হেপাটাইটিস-C
উত্তরঃ (ক) হেপাটাইটিস-A
৫২. জাতিসংঘ দিবস কোনটি?
(ক) ২৪ আগস্ট
(খ) ২৪ নভেম্বর
(গ) ২৪ ডিসেম্বর
(গ) ২৪ অক্টোবর
উত্তরঃ (গ) ২৪ অক্টোবর
৫৩. An omnivore is an animal that cats —
(ক) all types of food
(খ) only plants
(গ) on all types of insects
(ঘ) only meat
উত্তরঃ (ক) all types of food
৫৪. শতভাগ (১০০%) বিশুদ্ধ অগিযেন শরীরের জন্য?
(ক) ক্ষতিকর
(খ) উপকারী
(গ) ঠিক নয়
(খ) কোনটিই নয়
উত্তরঃ (ক) ক্ষতিকর
৫৫, “Pass away’ means
(ক) disappear
(খ) cease
(গ) fall
(ঘ) die
উত্তরঃ (ঘ) die
৫৬. কোন জেলায় রেল যোগাযোগ নেই?
(ক) নোয়াখালী
(খ) টাঙ্গাইল
(গ) সাতক্ষীরা
(ঘ) হবিগঞ্জ
উত্তরঃ (প) সাতক্ষীরা
৫৭. What is the superlative degree of ‘”bad?
(ক) worst
(খ) Lowest
(গ) worse
(ঘ) heat
উত্তরঃ (ক) worst
৫৮. কোনটি কোষের অংশ নয়?
(ক) সে মেমবেন
(খ) সাইটোপ্লাজম
(গ) প্লাজমা
(গ) নিউক্লিয়াস
উত্তরঃ (গ) প্লাজমা
৫৯. বাংলাদেশী মহিলাদের গড় আয় কত?
(ক) ৮০.৬ বছর
(খ) ৫৭.৫ বহর
(গ) ৬৪.৪ বছর
(ঘ) ৭৩.৮ বছর
উত্তরঃ (ঘ) ৭৩.৮ বছর (বর্তমানে ৭৪.২)
৬০. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে?
(ক) ৩০ মার্চ ১৯৭১
(খ) ৭ এপ্রিল ১৯৭১
(গ) ১৭ এপ্রিল ১৯৭১
(গ) ১০ এপ্রিল ১৯৭১
উত্তরঃ (গ) ১৭ এপ্রিল ১৯৭১
৬১. কোনাট রক্তে অক্সিজেন পরিবহণ ক্ষমতা খর্ব করে?
(ক) নাইট্রিক অক্সাইড
(খ) সালফার ডাইঅক্সাইড
(গ) কার্বন মনোঅক্সাইড
(ঘ) কার্বন ডাই অক্সইড
উত্তরঃ (গ) কার্বন মনোঅক্সাইড
৬২, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এ গানটির রচয়িতা কে?
(ক) সৈয়দ শামসুল হক
(খ) মোহাম্মদ মনিরুজ্জামান
(গ) আবদুল গাফফার চৌধুরী
(ঘ) আবদুল লতিফ
উত্তরঃ (গ) আবদুল গাফফার চৌধুরী
৬৩. A doctor who treats patients with heart diseases is known as a/an?
(ক) nephrologist
(খ) cardiologist
(গ) neurologist
(ঘ) pathologist
উত্তরঃ (খ) cardiologist
৬৪. হৃদস্পন্দন কত বেশী হলে তাকে Tachycardia বলে?
(ক) 40
(খ) 60
(গ) 90
(ঘ) 72
উত্তরঃ সঠিক উত্তর নেই (সঠিক উত্তর হবে 100)
৬৫. কোন ঔষধটি রক্ত পাতলা রাখতে সাহায্য করে?
(ক) ডাইক্রোফেনাক
(খ) এসপিরিন
(গ) প্যারাসিটামল
(ঘ) প্যাথেডিন
উত্তরঃ (খ) এসপিরিন
৬৬. Which one is a conjunction?
(ক) up
(খ) or
(গ) very
(ঘ) for
উত্তরঃ (খ) or
৬৭. The passive form of the sentence who can do it?
(ক) By whom it can be done?
(খ) By whom can it be done?
(গ) Who can it be done?
(ঘ) Whom can be done by it?
উত্তরঃ (খ) By whom can it be done?
৬৮. মানুষের ক্রোমজমের সংখ্যা?
(ক) ২০ জোড়া
(খ) ২২ জোড়া
(গ) ২৩ জোড়া
(ঘ) ২৪ জোড়া
উত্তরঃ (গ) ২৩ জোড়া
৬৯. মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটিএসিড কয়টি?
(ক) ১২
(খ) ৩
(গ) ৮
(ঘ) ১০
উত্তরঃ (খ) ৩
৭০. শ্বেত রক্ত কণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হলে Thrombocytopenia বলে?
(ক) ৮০০০ এর নীচে
(খ) ৪০০০ এর নীচে
(গ) ১০০০০ এর নীচে
(ঘ) ৫০০০ এর নীচে
উত্তরঃ প্রশ্নটি সঠিক নয়
৭১. নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?
(ক) চক্রবাক
(খ) এক পয়সার বাঁশি
(গ) রূপসী বাংলা
(ঘ) কঙ্কাবতী
উত্তরঃ (গ) রূপসী বাংলা
৭২. খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়?
(ক) পাকস্থলিতে
(খ) ক্ষুদ্রান্ত্রে
(গ) মুখগহ্বরে
(ঘ) বৃহদান্ত্রে
উত্তরঃ (ক) পাকস্থলিতে
৭৩. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
(ক) কিউলেক্স
(খ) এডিস
(গ) অ্যানাফিলিস
(ঘ) সব ধরনের মশা
উত্তরঃ (খ) এডিস
৭৪. মৈমনসিংহ গীতিকা’-এর সংগ্রাহক ছিলেন কে?
(ক) আশুতােষ ভট্টাচার্য
(খ) দীনেশচন্দ্র সেন
(গ) চন্দ্রকুমার দে
(ঘ) দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ (গ) চন্দ্রকুমার দে
৭৫, ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
(ক) নুরুলদীনের সারা জীবন
(খ) ক্রীতদাসের হাসি
(গ) ওরা কদম আলী
(ঘ) কবর
উত্তরঃ (ঘ) কবর
৭৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
(ক) ০৮ মার্চ
(খ) ১৬ ডিসেম্বর
(গ) ২১ ফেব্রুয়ারি
(ঘ) ২১ আগস্ট
উত্তরঃ (গ) ২১ ফেব্রুয়ারি
৭৭. বিডক্তিহীন নাম শব্দকে কী বলে?
(ক) প্রাতিপাদিক
(খ) সাধিত শব্দ
(গ) প্রকৃতি
(ঘ) প্রত্যয়
উত্তরঃ (ক) প্রাতিপাদিক
৭৮. একলেমশিয়া রােগটি কাদের হয়?
(ক) শিশুকন্যা
(খ) বৃদ্ধ পুরুষ
(গ) গর্ভবতী মায়ের
(ঘ) সববয়সী মায়ের
উত্তরঃ (গ) গর্ভবতী মায়ের
৭৯. ‘জজসাহেব’ কোন সমাসের উদাহরণ?
(ক) দ্বিগু
(খ) দ্বন্দ্ব
(গ) বহুব্রীহি
(ঘ) কর্মধারয়
উত্তরঃ (ঘ) কর্মধারয়
৮০. কোনটি রক্তের কাজ নয়?
(ক) অক্সিজেন বিতরণ করা
(খ) হরমােন বিতরণ করা
(গ) কার্বন ডাই অক্সাইড পরিবহণ করা
(ঘ) জারক রস বিতরণ করা
উত্তরঃ (ঘ) জারক রস বিতরণ করা
৮১. কোন হরমোেনর অভাবে ‘Diabetes Mellitus’ হয়?
(ক) রুকাগন
(খ) ইনসুলিন
(গ) কর্টিসল
(ঘ) ইস্ট্রোজেন
উত্তরঃ (খ) ইনসুলিন
৮২. কোন রক্তকণিকা দেহে এন্টিবডি তৈরী করে?
(ক) নিউট্রোফিল
(খ) বেসসাফিল
(গ) ইওসিনােফিল
(ঘ) লিম্ফোসাইট
উত্তরঃ (ঘ) লিম্ফোসাইট
৮৩. সংক্রামক ব্যাধি কোনটি?
(ক) এইডস
(খ) উচ্চ রক্তচাপ
(গ) ডায়াবেটিস
(ঘ) রেনাল ফেইলিউর
উত্তরঃ (ক) এইডস
৮৪. ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট?
(ক) ওয়াটার লু’র যুদ্ধ
(খ) আমেরিকার গৃহযুদ্ধ
(গ) ফরাসি বিপ্লব
(ঘ) ক্রিমিয়ার যুদ্ধ
উত্তরঃ (ক) ওয়াটার লু’র যুদ্ধ
৮৫. কারক কত প্রকার?
(ক) ৫ (পাঁচ) প্রকার
(খ) ৬ (ছয়) প্রকার
(গ) ৩ (তিন) প্রকার
(ঘ) ৭ (সাত) প্রকার
উত্তরঃ (খ) ৬ (ছয়) প্রকার
৮৬. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
(ক) তাম্র
(খ) আর্য
(গ) সুমেরীয়
(ঘ) শহরভিত্তিক
উত্তরঃ (ক) তাম্র
৮৭. রূপাই’ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র?
(ক) সােজন বাদিয়ার ঘাট
(খ) নক্সী কাঁথার মাঠ
(গ) রাখালী
(ঘ) বালুচর
উত্তরঃ (খ) নক্সী কাঁথার মাঠ
৮৮. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?
(ক) ধমনীর ভিতর
(খ) শিরার ডিতর
(গ) স্নায়ুর ভিতর
(ঘ) নাসিকা নালীর ভিতর
উত্তরঃ (ক) ধমনীর ভিতর
৮৯. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণি বিভাগ কয়টি?
(ক) তিন
(খ) দুই
(গ) পাঁচ
(ঘ) চার
উত্তরঃ (গ) পাঁচ
৯০. পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
(ক) জগদীশ চন্দ্র বসু
(খ) কুদরত-এ-খুদা
(গ) ড. মাকসুদুল আলম
(ঘ) ড. মেঘনাথ সাহা
উত্তরঃ (গ) ড. মাকসুদুল আলম
৯১. বাংলাদেশে কোডিড-১৯ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?
(ক) ২৫/০১/২০২১
(খ) ২৭/০১/২০২১
(গ) ২১/০১/২০২১
(ঘ) ২২/০১/২০২১
উত্তরঃ (খ) ২৭/০১/২০২১
৯২. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
(ক) একুশে পদক
(খ) স্বাধীনতা পদক
(গ) বাংলা একাডেমি পদক
(ঘ) প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
উত্তরঃ (খ) স্বাধীনতা পদক
৯৩. Which one does not mean the opposite of ‘old’?
(ক) young
(খ) different
(গ) new
(ঘ) recent
উত্তরঃ (খ) different
৯৪. তিয়ান মেন স্কয়ার কোথায় অবস্থিত?
(ক) বেইজিং
(খ) সাংহাই
(গ) হংকং
(ঘ) ক্যান্টন
উত্তরঃ (ক) বেইজিং
৯৫. “ভানু’ শব্দের অর্থ কী?
(ক) ধােকা
(খ) নক্ষত্র
(গ) সূর্য
(ঘ) চন্দ্র
উত্তরঃ (গ) সূর্য
৯৬. বৃহদান্ত্রের অংশ কোনটি?
(ক) ডিওডেনাম
(খ) জেজুনাম
(গ) এপেনডিক্স
(ঘ) ইলিয়াম
উত্তরঃ (ঘ) ইলিয়াম
৯৭. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়?
(ক) ঢাকা
(খ) কুমিল্লা
(গ) মানিকগঞ্জ
(ঘ) ভারতের চুরুলিয়া
উত্তরঃ (ঘ) ভারতের চুরুলিয়া
৯৮. Disinfactant হিসাবে কোনটি ব্যবহৃত হয় না?
(ক) স্যাভলন
(থ) শাহজল
(গ) ফেনল
(ঘ) ইথাইল অ্যালকোহল
উত্তরঃ (গ) ফেনল
৯৯. স্যালাইন পুস করার জন্য প্রয়ােজন?
(ক) ল্যাটারাল কিউটেনিস ভেইন
(খ) মিডিয়াল কিউটেনিয়াস ডেইন
(গ) মিডিয়া ডেইন
(ঘ) সবগুলো
উত্তরঃ (খ) মিডিয়াল কিউটেনিয়াস ডেইন
১০০. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশী?
(ক) ভারত
(খ) জাপান
(গ) রাশিয়া
(ঘ) চীন
উত্তরঃ (ঘ) চীন

BPSC Senior Stuff Nurse Question Solution
Why result-e.com is very helpful for you? Result-e.com is a Bangladeshi fastest result provider site. Here you can get any type of job exam and Academic exam results faster than any other site.
How to Job Apply Online: Our website always gives online job application links. You just have to go to the link and fill it up with your mobile or other online devices. Here you need to resize the picture. Picture size needs 300*300 and signature size is 300*80 then you can submit it to an online Government Job application.
Especially our site is Result related so if you have any questions about any Exam result you just mail our email address, Our admin is always active to help you.
Here you Get Job-Related Broadcast analysis. How many Educational Qualifications need Monthly Salary, Job Requirements, and facilities description we give here step by step. Due to Covid-19 huge numbers of applicants can not apply for any BD job so we give them the possibility to apply by your Android mobile you get all of the Online jobs to apply link and Picture resize link. Just you need to save the jpeg format of all of the functions you get on that site.
www.bpsc.gov.bd
During the CoronaVirus time we try to help the Bangladeshi Job applicant to provide our all Job circular, Exam date and notices in our website and Help to give the information all of the applicant by online. Stay home and Stay safe is the main Safety at this time so result-e.com try to give to you your essential information here.
Teletalk job applies to the paid system you get your applicant copy in below. Applicant copy ending para is related to how to pay your job application and how to confirm it for apply. After applying and paid you get User id and Password that need to download admit card when your job exam is held.
How to Use result-e.com: Every Job seekers can just type this site title name in google search box looks like result-e.com then press serch button then you get this site to visit and can choose here BD all of the Job circular news updates. Admin gmail: robiuli1624@gmail.com
BPSC job exam question and solution
Result-e.com users using experinece is very good cause this is a fastest job and result related website so our any users have not feel here any hesitation and annoy by fake news only we post here real and applicable circular. If any Job seekers feel any problem about the job description we give here gmail to contact us and get a great idea about the job application process. Users Activity is most important for us so we try to give our admin service to all and our level best
If you need an Official site link you can visit here: www.bpsc.gov.bd .This is the Official Site of this Institute. And every update you can collect here or keep your eyes on this page.