Thursday, December 7, 2023
HomeQuestion SolutionCEVDSC Question Full Solution 2021

CEVDSC Question Full Solution 2021

CEVDSC Question Full Solution 2021, Customs Excise & VAT Commissionerate Dhaka South today take a Written exam for Sepoy post. All of the CEVDSC examine can see their exam question and full solution here. www.cevdsc.gov.bd. 

Customs Excise & VAT Commissionerate Dhaka South Sepoy post exam was held in 29-01-2021. result-e.com always try to give a great support to all of the job examine. CEVDSC exam result viva date and seat plan also you can get here.

Your need any more support to by us you can mail your problem our admin try to solve your problem and give information that you need.

CEVDSC Question Full Solution 2021

বাংলা অংশের সমাধানঃ

১. মুজিববর্ষ এর গুরুত্ব সংক্ষেপে লিখুন। 

মুজিব বর্ষ হল বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে।(করোনাভাইরাসের কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়ানো হয়েছে। বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু খ্যাত নেতা অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে) ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। আবার ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংগঠন ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৯ সালের ১২-২৭ নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত অধিবেশনে ২৫ নভেম্বরে ইউনেস্কোর সকল সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা তৃণমূল পর্যায়ে প্রচারের পাশাপাশি প্রতি বছরের মতই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় শোক দিবস এবং জেল হত্যা দিবসও পালিত হবে। এছাড়াও বাংলাদেশ সরকার জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছে।

এই মহান পুরুষকে যথাযথ সন্মান প্রদর্শন, তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ, আগামী প্রজন্মের কাছে তাঁর নীতি-আদর্শ সঠিকভাবে পৌঁছে মুজিববর্ষের গুরুত্ব অপরিসীম।

২. এক কথায় প্রকাশ করুন। 

ক) যার কোন কিছুতে ভয় নেই= অকুতােভয়

খ) যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে= অবিমৃষ্যকারী

গ) যা নিবারণ করা কষ্টকর= দুর্নিবার

ঘ) আপনাকে কেন্দ্র করে যার চিন্তা= আত্মকেন্দ্রিক

ঙ) উপকারীর অপকার করে যে= কৃতঘ্ন

৩. নিম্নোক্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুন। 

তামার বিষ= (অর্থের কুপ্রভাব) – বর্তমান যুগের মানুষ তামার বিষে জর্জরিত।

কেতাদুরস্ত= (নিতান্ত অলস)- সুমনের মত কেতাদুরস্ত লোক খুবই কম আছে।

গণেশ উল্টানো= (উঠে যাওয়া/ফেল মারা)- ব্যবসায় খারাপ করে সুমন গণেশ উল্টিয়ে ফেললো।

তাসের ঘর= (ক্ষণস্থায়ী বস্তু) – আমাদের জীবনে সুখ-দুঃখ তাসের ঘরে মতই।

যক্ষের ধন= (কৃপণের ধন) – বাবার দুই বিঘা জমি সুমন যক্ষের ধনের মত আগলে রেখেছে।

৪. ব্যাসবাক্যসহ সমাস লিখুন। 

বিষাদসিন্ধু= বিষাদ রূপ সিন্ধু =রূপক কর্মধারয়

ত্রিকাল= তিন কালের সমাহার= দ্বিগু সমাস

গুরুভক্তি= গুরুকে ভক্তি= চতুর্থী তৎপুরুষ

স্মৃতিসৌধ= স্মৃতি (রক্ষার নিমিত্তে) সৌধ=মধ্যপদলোপী কর্মধারয়

আপাদমস্তক=পা থেকে মাথা পর্যন্ত= অব্যয়ীভাব সমাস

৫. শুদ্ধ করে লিখুন। 

ক) সূর্য উদয় হয়েছে= সূর্য উদিত হয়েছে

খ) তার দূরাবস্থা দেখলে দুঃখ হয় = তার দুরবস্থা দেখলে দুঃখ হয়

গ) দৈন্যতা প্রশংসনীয় নয় = দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়

ঘ) সে সঙ্কট অবস্থায় পড়েছে= সে সংকটে পড়েছে

ঙ) নীরাপরাধী ব্যক্তিকে ক্ষমা কর= নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা কর

৬. নিচের গ্রন্থগুলাের রচয়িতার নাম লিখুনঃ

ক) মেঘনাদবধ = মাইকেল মধুসূদন দত্ত

খ) বলাকা = রবীন্দ্রনাথ ঠাকুর

গ) সোজন বাদিয়ার ঘাট = জসীমউদ্দীন

ঘ) অগ্নিবীণা = কাজী নজরুল ইসলাম

ঙ) পথের দাবী = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ইংরেজি অংশ সমাধানঃ 

৭. Translate into English. 

(ক) সে কি নিয়মিত পড়ালেখা করে? উত্তরঃ Does he study regularly?

(খ) তাকে ভেতরে এসে চা খেতে দাও। উত্তরঃ Let him come in and have a cup of tea.

গ) সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে। উত্তরঃ May he be happy and at ease.

ঘ) সে সাঁতার জানে না। উত্তরঃ She/he doesn’t know how to swim.

ঙ) সে কি স্কুলে যাচ্ছে না? উত্তরঃ Is not he going to school?

৮. Write a short paragraph on “The Padma Bridge”

CEVDSC Question Full Solution 2021

৯. Make sentences with following Phrases

Certain of = He is certain of his success.

Come of = He has come of from a noble family.

A red-letter day = 16 December is a red-letter day in our country.

To and fro = The poor people is moving to and fro.

In time = Sumon caught the first train in time.

 

১০. Fill in the gaps with appropriate word/words.

a) I am afraid —- you. উত্তরঃ of

b) The ladder is leaned —— wall. উত্তরঃ against

c) I saw ——– one eyed man. উত্তরঃ a

d) He is —— honest man. উত্তরঃ an

e) My father is —– MBSS. উত্তরঃ an

১১.Correct the following sentences:

a) He has come yesterday. উত্তরঃ He came yesterday.

b) It is raining for three days. উত্তরঃ It has been raining for three days.

c) I come in order to meeting you. উত্তরঃ I come in order to meet you.

d) He does not know swim. উত্তরঃ He does not know how to swim.

e) I will going to Dhaka. উত্তরঃ I will go to Dhaka.

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

গণিত অংশ সমাধানঃ 

১২. একজন দোকানদার ৫০ কেজির ১ বস্তা চাল ১৬০০ টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় ১৫০০ টাকায় বিক্রয় করেন, তার ক্ষতি/লাভের শতকরা হার কত?

উত্তরঃ ৬.২৫% ক্ষতি

১৩. কোনাে আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।

উত্তরঃ আসল ৪০০০ টাকা আর মুনাফার হার ১২.৫%   

১৪. একটি ঘরের দৈঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে মােড়াতে মােট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

উত্তরঃ ২১ মিটার ও ৭ মিটার 

১৫. উৎপাদকে বিশ্লেষণ করঃ

(ক)  X4-2X2+1

উত্তরঃ (X+1)2 (X-1)2

খ) x+1/x = 3 হলে (x+1/x)2 এর মান নির্ণয় করুন।

উত্তরঃ 9 

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ  

১৬.  “মুজিবনগর সরকার” কত তারিখে এবং কোথায় শপথ গ্রহণ করে? উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১ সালে বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।

১৭. করােনা ভাইরাসের উৎপত্তি কোন দেশে এবং এ রােগে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে কোন দেশে? উত্তরঃ চীনের হুবেই প্রদেশের উহানে করােনা ভাইরাসের উৎপত্তি এবং যুক্তরাষ্ট্রে এ রােগে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে।

১৮. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে এবং এর স্বীকৃতি দেয় কোন সংস্থা?  উত্তরঃ ২১শে ফেব্রুয়ারি এবং ইউনেস্কো ও জাতিসংঘ

১৯. ভিটামিন এ, বি, সি, ডি এর মূল উৎস কী কী এবং এর অভাবে কী কী রােগ হয়? উত্তরঃ দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙ্গিন শাকসবজি, মলা-ঢেলা মাছ ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায়।
ঈস্ট, ঢেঁকিছাটা চাল, লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগডাল, মটর, ফুলকপি, চিনাবাদাম, শিমের বীচি, কলিজা বা যকৃক, হৃদপিন্ড, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে।
পেয়ারা, বাতাবী লেবু, কামরাঙা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, আম, কাঁচামরিচ, তাজা শাকসবজি ইত্যাদিতে ভিটামিন সি থাকে।
দুধ, ডিম, কলিজা, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল ইত্যাদিতে ভিটামিন ডি থাকে।

২০. ইন্টারনেটের বহুল ব্যবহৃত দুইটি সার্চ ইঞ্জিন এর নাম লিখুন? উত্তরঃ গুগল, ইয়াহু

২১. বাংলাদেশের যেকোন চারজন বীরশ্রেষ্ঠ এর নাম লিখুন?

উত্তরঃ ৭ জন বীরশ্রেষ্ঠ এর নাম ও তাদের পদবীঃ
১. মোস্তফা কামাল(সিপাহী).
২. মুন্সি আব্দুর রউফ(ন্যান্স নায়েক).
৩. মতিউর রহমান(ফ্লাইট ল্যাফটেন্যান্ট).
৪. নুর মুহাম্মদ শেখ(সিপাহী).
৫. হামিদুর রহমান(সিপাহী).
৬. রুহুল আমিন(স্কোয়াডন ইঞ্জিনিয়ার).
৭. মহিউদ্দিন জাহাঙ্গির(ক্যাপ্টেন).

২২. মুক্তিযুদ্ধের উপর কত ধরনের খেতাব আছে ও কী কী?
উত্তরঃ ৪ ধরনের। যথা- বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।

২৩. ঐতিহাসিক ছয় দফা” কত সালে ও কোথায় পেশ করা হয়? উত্তরঃ ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে

২৪. পূর্ণরুপ লিখুন। 
i. NBR= National Board of Revenue
ii. VAT= Value Added Tax
iii. WHO= World Health Organization
iv. UNHCR= United Nations High Commissioner for Refugees

CEVDSC Question Full Solution 2021

Customs Excise & VAT Commissionerate Dhaka South Sepoy Question solution 2021

How to Job Apply Online: Our website always gives online job application links. You just have to go to the link and fill it up with your mobile or other online devices. Here you need to resize the picture. Picture size needs 300*300 and signature size is 300*80 then you can submit it to an online Government Job application.

Especially our site is Result related so if you have any questions about any Exam result you just mail our email address, Our admin is always active to help you.

Here you Get Job-Related Broadcast analysis. How many Educational Qualifications need Monthly Salary, Job Requirements, and facilities description we give here step by step. Due to Covid-19 huge numbers of applicants can not apply for any BD job so we give them the possibility to apply by your Android mobile you get all of the Online jobs to apply link and Picture resize link. Just you need to save the jpeg format of all of the functions you get on that site.

www.cevdsc.gov.bd

Teletalk job applies to the paid system you get your applicant copy in below. Applicant copy ending para is related to how to pay your job application and how to confirm it for apply. After applying and paid you get User id and Password that need to download admit card when your job exam is held.

How to Use result-e.com: Every Job seekers can just type this site title name in google search box looks like result-e.com then press serch button then you get this site to visit and can choose here BD all of the Job circular news updates. Admin gmail: robiuli1624@gmail.com

Result-e.com users using experinece is very good cause this is a fastest job and result related website so our any users have not feel here any hesitation and annoy by fake news only we post here real and applicable circular. If any Job seekers feel any problem about the job description we give here gmail to contact us and get a great idea about the job application process. Users Activity is most important for us so we try to give our admin service to all and our level best

cevdsc all of the official notices you can get here in their Official website: http://cevdsc.gov.bd/. Our only aim to help Bangladeshi job applicant.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments