Thursday, December 7, 2023
HomeQuestion SolutionDNC Exam Question Full Solution 2021

DNC Exam Question Full Solution 2021

DNC Exam Question Full Solution 2021, Department Of Narcotics Control Exam Question and Solution 2021, DNC Question Full Solution , DNC Office Assistant Post Question and Solution, DNC Exam question and Full Solution 2021.

Department Of Narcotics Control today take a job exam for the post of Office Assistant. All  of the examine can see their exam question and full solution here. Just stay with us to get here job and coeducational all of the notice related news updates.

DNC Exam Question Full Solution 2021

Post name and Vacancy:
1. Wireless Operator – 43
Total Vacancy: 43
Exam Type: MCQ
Exam Date: 19 February 2021 
Exam Time: 3.00 PM

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ

ইংরেজি অংশ সমাধানঃ  

১. His father comes to see him…… উত্তর: off 

২. Which of the following is not plural form? উত্তর: Formula

৩. As I reached home, I saw my sister ……. for help. উত্তর: shouting

৪. What do you mean by the phrase ‘Sit on the fence”? উত্তর: remain neutral in dispute

৫. Which one is in feminine form? উত্তর: Bee

৬. I need … milk. উত্তর: a little

৭. The word ‘handy’ means. উত্তর: useful

৮. He went home last night. Here the word ‘home’ is a/an. উত্তর: adverb

৯. He has been ill ……. Monday last. উত্তর: since

১০. When they had their first child, they put……. large sum for his education. উত্তর: aside

১১. Pass away’ means? উত্তর: die 

১২. Many prefer donating money …… distributing clothes. উত্তর: to

১৩. The price of rice is………উত্তর: rising 

১৪. Four and four ….. eight. উত্তর: makes

১৫.”Let bygones be bygones” উত্তর: অতীতকে মুছে ফেল

১৬. Age’ suffix adds with. উত্তর: Break

১৭. Identify the correct word. উত্তর: insouciant

১৮. A remedy for all diseases. উত্তর: panacea

১৯. Frightened : Scream :: Angry:? উত্তর: shout 

২০. This book is …… one I was seriously looking for. —- choose the correct article. উত্তর: the

বাংলা অংশ সমাধানঃ 

২১. ঔ কোন ধরনের স্বরধ্বনি? উত্তরঃ যৌগিক স্বরধ্বনি

২২. প্রৌঢ় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ প্র+ঊড়

২৩.  কোন পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে? উত্তরঃ গোটা (যেমন গোটা কয়েক আম দাও) 

২৪. কোনটি অনুসর্গ নয়? উত্তরঃ অন্য 

২৫. প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? উত্তরঃ ইত প্রত্যয় 

২৬. সমিতি কোন লিঙ্গ? উত্তরঃ ক্লীবলিঙ্গ 

২৭. সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ অংশুমালী

২৮. সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি? উত্তরঃ গরল 

২৯. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত ২৫টি ব্যঞ্জন ধ্বনিকে বলে? উত্তরঃ স্পর্শ ধ্বনি 

৩০. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তরঃ খেলনা

৩১. সমার্থক যুগ্ম শব্দ? উত্তরঃ হাসি-খুশি 

৩২. শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ বুৎপত্তি  

৩৩. ‘আয়ু যেন পদ্ম পাতায় নীর’- বাক্যে পদ্ম পাতায় কোন কারক? উত্তরঃ অধিকরণ কারক

৩৪. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? উত্তরঃ সেমিকোলন

৩৫. ‘ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম’ কবিতাটি কার লেখা? উত্তরঃ সুফিয়া কামাল 

৩৬. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল? উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ

৩৭. আসাদের শার্ট কবিতার রচয়িতা কে? উত্তরঃ শামসুর রাহমান 

৩৮. বাঁধন হারা কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা? উত্তরঃ উপন্যাস 

৩৯. শিব রাত্রির সলতে বাগধারাটির অর্থ কি? উত্তরঃ একমাত্র সন্তান

৪০. বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাক্যে কি ভাব বুঝানো হয়েছে? উত্তরঃ ধ্বনিব্যঞ্জনা  

Solved by https://result-e.com/

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

সাধারণ জ্ঞান ও বিজ্ঞান অংশ সমাধানঃ    

৪১. ১৯৭১ সালের ৭ মার্চ তারিখের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরঃ পঞ্চম তফসিল

৪২. ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ চীন 

৪৩. জাতীয় সংসদের কাজ নয় কোনটি? উত্তরঃ মন্ত্রীসভা গঠন 

৪৪. বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? উত্তরঃ ভবের পাড়া

৪৫. নিচের কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত? উত্তরঃ গলদা চিংড়ি 

৪৬. বাংলাদেশের ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে এডিপি’র পরিমাণ কত? উত্তরঃ ২০৫১৪৫ কোটি টাকা 

৪৭. প্রোটিনের মূল উপাদান কি? উত্তরঃ নাইট্রোজেন

৪৮. নিচের কোনটি ইনপুট ডিভাইস? উত্তরঃ OMR 

৪৯. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? উত্তরঃ উইকিপিডিয়া 

৫০. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে কোনটি? উত্তরঃ লাউড স্পিকার

গণিত অংশ সমাধানঃ     

৫১. X4- 5×3+7×2- a র বহুপদীর একটি উৎপাদক x-2 হলে, a এর মান কত? উত্তর: 4

৫২. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? উত্তর: ১৬

৫৩. ৬, ১২ ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি? উত্তর: ১৬ 

৫৪. ২০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছােট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছােট অংশের দৈর্ঘ্য কত? উত্তর: ৮ ফুট

৫৫. 4x + 12 = 36 হলে 2x + 3 = কত? উত্তর:15

৫৬, ১.১, ০.০১ ও ০.০০১১ এর সমষ্টি কত? উত্তর: ১.১১১১

৫৭.ক একটি জিনিস খ এর নিকট 2০% লাভে বিক্রয় করে। খ জিনিসটি গ এর নিকট ক এর ক্রয়মূল্যে বিক্রয় করে। খ এর শতকরা কত ক্ষতি হয়? উত্তর: 16(2/3)% 

৫৮. Log2(1/32)এর মান?  উত্তর: -5

৫৯. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? উত্তর:৯ গুণ 

৬০, একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টাকা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, তবে মিনিটের কাকা কোন দিকে থাকবে? উত্তর:  উত্তর দিকে 

৬১. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তর: ২৫৩

৬২. সুদের হার কত হলে ১০০ টাকা সরল সুদে ৮ বছরের দ্বিগুণ হবে? উত্তর: ১২.৫%

৬৩. 3√125 X 8=? ক.  উত্তর: 40  

৬৪. একজন ব্যবসায়ী ৭৫ টাকায় তার দ্রব্যসমূহ বিক্রয় করলে শতকরা যে লাভ হয় তা দ্রব্যসমূহের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য কত? উত্তর: ৫০

৬৫. ১০%, ২০% ও ৪০% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান? উত্তর: ৫৬.৮%

৬৬. ৬০ লিটারের একটি মিশ্রনে সিরাপ ও পানির অনুপাত ২:১। অনুপাত ১: ২ করতে কত লিটার পানি মেশাতে হবে। উত্তর: ৬০

৬৭. একটি ট্রেন ঘন্টায় ৯২.৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ১০ মিনিটে কত মিটার অতিক্রম করবে? উত্তর: ১৫৪০০ মিটার 

৬৮. ½ এর শতকরা ¾ কত হবে? উত্তর: 150% 

৬৯. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যােগ করলে যোগফল হয় ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত? উত্তর: ৭০

৭০. x^-4 – 0.0001 = 0 হলে x2 এর মান কত? উত্তর: 10

 

DNC Exam Question Full Solution 2021

 

 

 

 

Post name and Vacancy:

1. Sepoy-491

Total Vacancy: 491 

বাংলা অংশ সমাধানঃ 

১. সন্ধির উদ্দেশ্য কোনটি? উত্তরঃ ধ্বনিগত মাধুর্য সৃষ্টি   

২. ব্যতিহারিক সর্বনাম পদ কোনটি? উত্তরঃ নিজে নিজে  

৩. ‘সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে’ এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? উত্তরঃ বিশেষ্য 

৪. কোনটি সঠিক নয়? উত্তরঃ পন্ডিতবৃন্দ  (সঠিক পন্ডিতবর্গ)   

৫. কোন বানানটি শুদ্ধ?  উত্তরঃ শিরশ্ছেদ 

৬. কোনটি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি? উত্তরঃ ঐ, ঔ 

৭. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। -চরণ দুটির রচিয়তা কে? উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার 

৮. কোনটি বানান শুদ্ধ নয়? উত্তরঃ উর্দ্ধ   (সঠিক ঊর্ধ্ব)  

৯. ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ বঙ্কিম (বাঁকা) 

১০. ‘খিলিপান দিয়ে ওষুধ খাবে’—এখানে ‘খিলিপান দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে তৃতীয়া

১১. নদী এর সমার্থক শব্দ? উত্তরঃ সরিৎ  

১২. ‘পরের অন্নে বেঁচে থাকে’ এর এক কথায় প্রকাশ কোনটি? উত্তরঃ পরজীবী  

১৩. “কচ্ছপের কামড়” বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে? উত্তরঃ নাছোর বান্দা

১৪. কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।– বাক্যটি কোন প্রকারের? উত্তরঃ যৌগিক

১৫. সংশয় এর বিপরীত শব্দ? উত্তরঃ প্রত্যয়

১৬. ‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি’। এই বাক্যে তোমার কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ সম্প্রদান কারকে ষষ্ঠী

১৭. ‘গোলাপফুল’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কোনটি? উত্তরঃ গোলাপ নামের ফুল 

১৮. কোনটি দেশী শব্দ? উত্তরঃ গঞ্জ 

১৯. কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ প্রোজ্জ্বল

২০. সম্মার্জনী শব্দের অর্থ কি? উত্তরঃ ঝাঁটা 

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

ইংরেজি অংশ সমাধানঃ  

২১. শুদ্ধ বানান কোনটি ? উত্তরঃ Lieutenant 

২২. What is the meaning of ‘a white lie’? উত্তরঃ harmless lie

২৩. ‘সে সাঁতার দিয়ে নদী পার হলো’ এর ইংরেজি কোনটি? উত্তরঃ She swam across the river. 

২৪. ‘Man and Superman’ is written by? উত্তরঃ George Bernard Shaw

২৫. “Justice delayed is justice denied” is stated by? উত্তরঃ William E. Gladstone

২৬. I have finished (to read) the book. উত্তরঃ I have finished reading the book.

২৭. ‘He sat behind me, but in front of you’. এখানে but ব্যবহৃত হয়েছে? উত্তরঃ A Conjunction

২৮. What is the verb form of habit? উত্তরঃ habituate 

২৯. The synonyms of ‘Stationary’? উত্তরঃ motionless

৩০. ‘Give the order’ the passive form is? উত্তরঃ Let the order be given. 

৩১. He finalized ——-winning the lottery. উত্তরঃ about 

৩২. The Arabian Nights (be my favorite book. উত্তরঃ is 

৩৩. : He had written the book before he—-. উত্তরঃ retired

৩৪. The verb succumb means? উত্তরঃ submit 

৩৫. “To be, or not to be, that is the question”.is a famous soliloquy from? উত্তরঃ Hamlet

৩৬. The repetition of the beginning consonant sound is known as? উত্তরঃ alliteration

৩৭. What is a funny poem of five lines called? উত্তরঃ Limerick 

৩৮. Ten men were concerned—– the pilot. উত্তরঃ with 

৩৯. Can you tell me where —– find the book. উত্তরঃ I can

৪০. ‘Do or die’ is a ——sentence. উত্তরঃ Compound 

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

গণিত অংশ সমাধানঃ  

৪১. একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। উহার ক্রয়মূল্য কত? উত্তরঃ ৩০ টাকা 

৪২. ক এর চেয়ে খ ততোখানি ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৪৮। খ এর বয়স কত? উত্তরঃ ২৪ 

৪৩. ∛ 0.027 =? উত্তরঃ খ ও গ (মানে .৩ এবং ৩/১০ উভয় ই সঠিক উত্তর) 

৪৪. ৬ জন তাঁত শ্রমিক ৬ দিনে ৬ টি কাপড় বুনতে পারে । একই ধরনের ৯ টি কাপড় বুনতে ৯ জন শ্রমিকের কত দিন লাগবে ? উত্তরঃ ৬ দিন 

৪৫. একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে? উত্তরঃ উত্তরঃ ৩৬% 

৪৬. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত? উত্তরঃ ৭০ 

৪৭. ১০০ জন পরীক্ষার্থীর গণিতে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?  উত্তরঃ ৬২.৫ 

৪৮. ৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হয়? উত্তরঃ ৮ 

৪৯. a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত? উত্তরঃ 4

৫০. কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখন্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে? উত্তরঃ পরিকেন্দ্র

৫১. 3 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে. মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব কত সে. মি.? উত্তরঃ ৫ সে.মি 

৫২. 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রী কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে । দেওয়ালটির উচ্চতা কত? উত্তরঃ 9 মিটার 

৫৩. একটি আয়াতাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি।ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির ক্ষেত্রফল কত? উত্তরঃ ৬০ বর্গমিটার 

৫৪. বৃত্তস্থ সামান্তরিক একটি? উত্তরঃ আয়তক্ষেত্র

৫৫. √3/√6+ √3=? উত্তরঃ √2 – 1 

৫৬. তিনটি সংখ্যার গড় ৫৬। যদি প্রথম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ হয় এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? উত্তরঃ ২৪ 

৫৭. O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে △ABC অন্তর্লিখিত, ∠BOC =118°, ∠BCO=? উত্তরঃ 31°  

৫৮. ৭ জন পুরুষ ও ৪ জন মহিলার মধ্যে থেকে ৪ জনের একটি কমিটি গঠন করতে হবে। অন্তত ১ জন মহিলা নিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যেতে পারে? উত্তরঃ ২৯৫ 

৫৯. একজন ভদ্র মহিলার বয়সের সংখ্যার অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে তা তার স্বামীর বয়সের সমান হবে। তার স্বামী তার চেয়ে বড় এবং তাদের বয়সের পার্থক্য হলো তাদের বয়সের বয়সের যোগফলের ১/১১ ভাগ। স্বামীর বয়স কত? উত্তরঃ ৫৪ 

৬০. ২৬০০ টাকা আসল এরূপ দুই ভাগে ধার দেয়া হলো যাতে শতকরা ১০ টাকা হারে ৫ বছরের ১ম ভাগের সুদ হবে অন্য ভাগের শতকরা ৯ টাকা হারে ৬ বছরের সুদ এর সমান। শতকরা ১০ টাকা হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? উত্তরঃ ১৩৫০ টাকা 

বিজ্ঞান ও সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ   

৬১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পূর্ব বাংলার নাম ‘বাংলাদেশ’ করেন? উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৬৯ 

৬২. কোলেস্টেরল এক ধরণের? উত্তরঃ এ্যালকোহল 

৬৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তরঃ ৬.১৫ কি.মি 

৬৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? উত্তরঃ যশোর ও সিলেট

৬৫. G2C প্রক্রিয়ায় যোগাযোগ প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ সরকার ও নাগরিকদের মধ্যে

৬৬. সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তা প্রধানত? উত্তরঃ বিউটেন

৬৭. অপটিক্যাল ফাইবার কোন আলোকীয় ঘটনা ঘটে? উত্তরঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন 

৬৮. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়? উত্তরঃ RAM 

৬৯. বাংলাদেশের মাথাপিছু আয় কত? উত্তরঃ ২০৬৪ মার্কিন ডলার 

৭০. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে কত তারিখে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ 

DNC Exam Question Full Solution 2021

 

exam was held in: 26-12-2020

post name: Assistant Prosecutor

solution get here, Stay with us

MCQ Part Solution: 

১. বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ বিটপী
২. কোনটি ইংরেজি শব্দ? উত্তরঃ কমা
৩. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তরঃ অনাবৃষ্টি
৪. কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ আকাঙ্ক্ষা
৫. গাছ পাথর বাগধারাটির অর্থ কি? উত্তরঃ হিসাব-নিকাশ
৬. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? উত্তরঃ আরেক ফাল্গুন
৭. বাক্যের তিনটি গুণ কি কি? উত্তরঃ আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা 
৮. ইয়ং বেঙ্গল কি? উত্তরঃ ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
৯. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো? উত্তরঃ অন্ত্যমিল নেই 
১০. ভিক্ষুকটা যে  পিছনে লেগেই রয়েছে,  কি বিপদ। এখানে কী  এর অর্থ? উত্তরঃ বিরক্তি
১১. কোনটি কাব্যগ্রন্থ? উত্তরঃ শেষ লেখা  
১২. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? উত্তরঃ কবিরাজ
১৩. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? উত্তরঃ নাটকের সংলাপে
১৪. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তরঃ রাজা রামমোহন
১৫. কোন চরণটি সঠিক? উত্তরঃধনধান্য পুষ্প ভরা  
১৬. Right the wrong. Here right is a/an? উত্তরঃ verb 
১৭. What is the abstract noun of hero? উত্তরঃ Heroism
১৮. One should be careful about—-duty. উত্তরঃ one’s
১৯. The plural form of Basis is? উত্তরঃ bases
২০. No news ——-good news. উত্তরঃ is 
২১. Which is the following is feminine gender? উত্তরঃ mare 
২২. He is ——heir to the property. উত্তরঃ an 
২৩. Times have changed and so———. উত্তরঃ have I 
২৪. Technology has developed——-great speed. উত্তরঃ at 
২৫. I heard the baby——-for his food. উত্তরঃ cry 
২৬. What is the passive voice of “Who did this”? উত্তরঃ By whom was this done?
২৭. Choose the appropriate reporting verb: “She (said) that I should take a holiday”. উত্তরঃ advised 
২৮. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০টাকা হবে? উত্তরঃ ৪ বছর 

২৯. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার পানি ধরবে? উত্তরঃ ২৪০০০ লিটার (ব্যাখ্যাঃআমরা জানি,

চৌবাচ্চার আয়তন= দৈর্ঘ্য X প্রস্থ X উচ্চতা।

= ৩ X ২ X ৪ ঘন মিটার

= ২৪ ঘন মিটার

আবার আমরা জানি,

১ ঘনমিটারে পানি ধরে= ১০০০ লিটার।

সুতরাং, ৬০ ঘনমিটারে পানি ধরে = ১০০০ X ২৪ লিটার

=২৪,০০০ লিটার

৩০. ১৩ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য ২৪ সে.মি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব দূরত্ব কত সে.মি? উত্তরঃ ৫ সে.মি 
৩১. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়? উত্তরঃ ১০০ কিলোগ্রাম 
৩২. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে? উত্তরঃ ৪৭ 
৩৩. বাংলাদেশের জিডিপির প্রধান খাত কোনটি? উত্তরঃ সেবা খাত (প্রায় ৫৫ ভাগ) 
৩৪. বাংলাদেশ ব্যাংকের বর্তমান ব্যাংক রেট কত? উত্তরঃ ৪% 
৩৫. পদ্মা সেতুর পিলারের সংখ্যা কতটি? উত্তরঃ ৪২ টি 
৩৬. যশোর জেলা প্রাচীন কোন জনপদের অংশ ছিল? উত্তরঃ বঙ্গ 
৩৭. এসডিজির এর সহযোগী লক্ষ্য কয়টি? উত্তরঃ ১৬৯  
৩৮. “নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা কে? উত্তরঃ চীন 
৩৯. ‘ফ্রাংকফুট’ শহরটি কিসের জন্য বিখ্যাত? উত্তরঃ বইমেলা 
৪০. ‘মাউরি’ শব্দটি কোন দেশের সাথে সম্পর্কিত? উত্তরঃ নিউজিল্যান্ড  

Written Part Solution: 

১। এক কথায় প্রকাশ করুন। 

ক) যে ক্রমাগত রোদন করছে= রোরুদ্যমান

খ) যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা

গ) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা= প্রত্যুদ্‌গমন

ঘ) যে শুনেই মনে রাখতে পারে= শ্রুতিধর

ঙ) যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু

২। Write Socio economic impact of COVID-19 in Bangladesh. 

The COVID-19 pandemic and the associated economic crisis are posing huge challenges, raising many unknowns and imposing wrenching trade-offs. Both crises are global, but their impacts are deeply local. Socially the children are become weak in Psychosocial and mental health. Social distancing, self-isolation and travel restrictions have lead to a reduced workforce across all economic sectors and caused many jobs to be lost. Schools have closed down, and the need for commodities and manufactured products has decreased. In contrast, the need for medical supplies has significantly increased. The food sector is also facing increased demand due to panic-buying and stockpiling of food products. In response to this global outbreak, we summarize the socio-economic effects of COVID-19 on individual aspects of the world economy.

৩। Make sentences with the following words.

a) All in =(নিদারূণ পরিশ্রান্ত)- I am all in for doing this math.

b) Bottom line =(মূল বক্তব্য)- Please follow the bottom line of the sentence.

c) Carry the day =(জয় লাভ করা)- Bangladesh Cricket team has carried the day.

d) Heart of heart =(অত্যন্ত নিগূঢ় ও গোপনীয় বিষয়) – Do not open the heart of heart of our team.

৪। একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ৩০ মিনিট ও ২০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ন হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ৬০ মিনিটে খালি হয়।  তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে?

উত্তরঃ ১৫ মিনিট 

৫। একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, তার ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে ৩০° কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে ১০ মিটার দূরে মাটিতে স্পর্শ করে। খুঁটির দৈর্ঘ্য নির্ণয় কর।

উত্তরঃ ৩৭.৩২০ মিটার ( প্রায়)

ব্যাখ্যাঃ

মনে করি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য AB = h মিটার।
খুঁটিটি BC = x মিটার উচ্চতায় ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে BCD = 30° কোণ উৎপন্ন করে BD = 10 মিটার দূরে গিয়ে মাটিতে স্পর্শ করে।
এখানে CD = AC = AB –AC = (h –x) মিটার
ত্রিভুজ BCD হতে পাই ,
tan BCD = BD /BC = 10/x
tan 30° = 10/x
x = (10)(3½ )
x = 17.320 মিটার ( প্রায় )
ত্রিভুজ BCD হতে পাই ,
Sin BCD = BD /CD = 10 /(h – x)
বা, Sin 30° = 10 /(h – x)
বা, ½ = 10 /(h – x)
বা, h – x = 20
বা, h = 20 + x = 20 + 17.320 = 37.320 মিটার ( প্রায়)

৬। মুজিববর্ষ সম্পর্কে লিখুন। 

মুজিব বর্ষ হল বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে।(করোনাভাইরাসের কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়ানো হয়েছে। বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু খ্যাত নেতা অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে) ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। আবার ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংগঠন ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৯ সালের ১২-২৭ নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত অধিবেশনে ২৫ নভেম্বরে ইউনেস্কোর সকল সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা তৃণমূল পর্যায়ে প্রচারের পাশাপাশি প্রতি বছরের মতই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় শোক দিবস এবং জেল হত্যা দিবসও পালিত হবে। এছাড়াও বাংলাদেশ সরকার জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছে।

৭। বর্তমান সরকারের বিগত ১০ বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন/সফলতাগুলো লিখুন। 

১। শিক্ষাখাতে অর্জন
শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেবার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হলো- শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তি ব্যবস্থা। বর্তমান ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ করেছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের চাকরি সরকারীকরণ করা হয়েছে। ১৯৯০ সালে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর শতকরা হার ছিল ৬১, বর্তমানে তা উন্নীত হয়েছে শতকরা ৯৭.৭ ভাগে। শিক্ষার সুবিধাবঞ্চিত গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে “শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২ প্রণয়ন করা হয়েছে, গঠন করা হয়েছে “শিক্ষা সহায়তা ট্রাস্ট”।

২। স্বাস্থ্যসেবায় সাফল্য

শিশুদের টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে অন্যতম আদর্শ দেশ হিসেবে তার স্থান করে নিয়েছে। স্বাস্থ্যখাতকে যুগোপযোগী করতে প্রণয়ন করা হয়েছে “জাতীয় স্বাস্থ্য নীতিমালা-২০১১”। তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে ১২ হাজার ৭৭৯টি(১) কমিউনিটি ক্লিনিক। ৩১২টি(২) উপজেলা হাসপাতালকে উন্নীত করা হয়েছে ৫০ শয্যায়। মেডিকেল কলেজ ও জেলা হাসপতালগুলোতে ২ হাজার শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মাতৃ ও শিশু মৃত্যুহার এবং জন্মহার হ্রাস করা সম্ভব হয়েছে উল্লেখযোগ্য হারে। ১৯৯০ সালে নবজাতক মৃত্যুর হার ১৪৯ থেকে নেমে বর্তমানে দাঁড়িয়েছে ৫৩তে(৩)। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে নতুন ১২টি(৪) মেডিকেল কলেজ, নিয়োগ দেওয়া হয়েছে ৪৭ হাজারেও বেশি জনশক্তি।

৩। নারী ও শিশু উন্নয়নে অর্জন
নারীর সার্বিক উন্নয়নের জন্য প্রণয়ন করা হয়েছে “জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১”। নারী শিক্ষাকে উৎসাহিত করতে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তি কার্যক্রম। সমাজের প্রতিটি স্তরে নারী অংশগ্রহণকে নিশ্চিত করতে গৃহীত হয়েছে নানামুখী পদক্ষেপ। প্রযুক্তি জগতে নারীদের প্রবেশকে সহজ করতে ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মতো ইউনিয়ন ভিত্তিক তথ্যসেবায় উদ্যোক্তা হিসেবে একজন পুরুষের পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে একজন নারী উদ্যোক্তাকেও। “জাতীয় শিশু নীতি-২০১১” প্রণয়নের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে শিশুদের সার্বিক অধিকারকে। দেশের ৪০টি জেলার সদর হাসপাতাল এবং ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেল। দুঃস্থ্, এতিম, অসহায় পথ-শিশুদের সার্বিক বিকাশের জন্য স্থাপন করা হয়েছে ১৫টি শিশু বিকাশ কেন্দ্র। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের নারী ও শিশুর উন্নয়নে ভূমিকা রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভূষিত করা হয়েছে জাতিসংঘের সাউথ–সাউথ এওয়ার্ডে।

৪। নারীর ক্ষমতায়নে অর্জন
নারী বঞ্চনার তিক্ত অতীত পেরিয়ে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেকদূর এগিয়েছে। পোশাকশিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ। আর এই শিল্পের সিংহভাগ কর্মী হচ্ছে নারী। ক্ষুদ্রঋণ বাংলাদেশে গ্রামীণ উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব অবদান রেখেছে। আর ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মধ্যে ৮০% এর উপর নারী। বাংলাদেশ সরকার নানাভাবে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিয়ে এসেছে।

৫। ডিজিটাল বাংলাদেশ গঠন
ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে বাংলাদেশ সরকার নিয়েছে যুগান্তকারী সব পদক্ষেপ। দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা পৌঁছে দেবার অভিপ্রায়ে দেশের ৪৫৫০টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। তৈরি করা হয়েছে বিশ্বের অন্যতম বিশাল ন্যাশনাল ওয়েব পোর্টাল। কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ পোর্টালের সংখ্যা প্রায় ২৫০০০। দেশের সবক’টি উপজেলাকে আনা হয়েছে ইন্টারনেটের আওতায়।  টেলিযোগাযোগের ক্ষেত্রে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমানে বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১২ কোটি  ৩৭ লক্ষ(১) এবং ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষে(২) উন্নীত হয়েছে। সেবা প্রদান প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে চালু করা হয়েছে ই-পেমেন্ট ও মোবাইল ব্যাংকিং। সরকারী ক্রয় প্রক্রিয়া অনলাইনে সম্পাদন করার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। ৩-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্কের বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হয়েছে।

৬। কৃষিতে কৃতিত্ব এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন

কৃষিখাতে অভূতপূর্ব কিছু সাফল্যের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ বারবার আলোচিত হয়েছে।প্রায় ১৬ কোটি জনগোষ্ঠীর বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিগত বছরগুলোতে বাংলাদেশে ধানের উৎপাদন বেড়েছে প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন। প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আবিষ্কার করেছেন পাটের জিনোম সিকুয়েন্সিং। সারা বিশ্বে আজ পর্যন্ত মাত্র ১৭ টি উদ্ভিদের জিনোম সিকুয়েন্সিং হয়েছে, তার মধ্যে ড. মাকসুদ  করেছেন ৩টা। তাঁর এই অনন্য অর্জন বাংলাদেশের মানুষকে করেছে গর্বিত।

৭। প্রবাসী শ্রমিকদের উন্নয়নে অর্জন
বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশের ৮৬ লক্ষেরও অধিক শ্রমিক কর্মরত আছে। বিদেশে শ্রমিক প্রেরণ প্রক্রিয়ায় বাংলাদেশ স্থাপন করেছে অনন্য দৃষ্টান্ত। স্বল্প সুদে অভিবাসন ঋণ প্রদানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন করে দেশের ৭টি বিভাগীয় শহরে এর শাখা স্থাপন করা হয়েছে। এই ব্যাংকের মাধ্যমে এপ্রিল ২০১৪ পর্যন্ত ২০ কোটি ৫০ লক্ষ টাকা অভিবাসন ঋণ বিতরণ করা হয়েছে।তথ্য প্রযুক্তি ব্যবহার করে সারাদেশে তৃণমূল পর্যায় থেকে বিদেশ গমনেচ্ছু জনগণকে রেজিস্ট্রেশন করা হয়েছে ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণকেও এ সেবা গ্রহণের আওতায় আনা সম্ভব হয়েছে এবং মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে হয়রানি ছাড়াই স্বল্প ব্যয়ে মালয়েশিয়াসহ অন্যান্য দেশগুলোতে শ্রমিকগণ যেতে পেরেছে।

৮। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ
১৯৮৮ সালে বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনে যোগদানের পর এ পর্যন্ত বিশ্বের ৩৯টি দেশের ৬৪ শান্তি মিশনে খ্যাতি ও সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এ যাবৎকালে জাতিসংঘ শান্তি মিশনে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী ১১৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বাগ্রে।

৯। বিদ্যুৎখাতে সাফল্য
বিদ্যুৎখাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬ হাজার ৩২৩ মেগাওয়াট(১) বিদ্যুৎ সংযোজন, যার ফলে বিদ্যুতের সুবিধাভোগীর সংখ্যা ৪৭ শতাংশ থেকে ৬২ শতাংশে(২) উন্নীত হয়েছে। একই সাথে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২২০ কিলোওয়াট ঘণ্টা থেকে বেড়ে ৩৪৮ কিলোওয়াট(৩) ঘণ্টায় দাঁড়িয়েছে। নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে ৩৫ লক্ষ গ্রাহককে।নির্মাণ করা হয়েছে নতুন ৬৫টি(৪) বিদ্যুৎ কেন্দ্র।

১০। শিল্প ও বাণিজ্য খাতে অর্জন
বাংলাদেশের পোশাক শিল্পের পাশাপাশি প্রসার ঘটেছে আবাসন, জাহাজ, ঔষুধ, ও প্রক্রিয়াজাতকরণ খাদ্য শিল্পের। বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় যোগ হয়েছে জাহাজ, ঔষুধ এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী। বাংলাদেশের আইটি শিল্প বহির্বিশ্বে অভূতপূর্ব সুনাম কুড়িয়েছে। সম্প্রতি ২০১৩-২০১৪ অর্থবছরে বাংলাদেশের আইটি শিল্প ১০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয় ছাড়িয়ে গেছে।

DNC Exam Question Full Solution 2020

exam date: 31-10-2020

Post name: Office Assistant

Question solution get here after  4 pm

1.’’মুখচোরা’’ বাগধারার অর্থ কি-লাজুক
2.কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ-বসুধা
3. ঔদ্ধত্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি- বিনয়
4.যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি হবে-দুর্লভ
5. কোনটি শুদ্ধ বানান-আনুষঙ্গিক
6. চাতুর্য শব্দের বিশেষণ কোনটি-চতুর
7. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি-কবিরাজ
8. যে নারীর স্বামী ও পুত্র নেই- এককথায় কি হবে- অবীরা
9. দরজা কোন ভাষা থেকে আগত শব্দ-ফারসি
10. শুদ্ধ বানান কোনটি-সমীচীন
11.স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে-শামসুর রাহমান
12. বিষাদ সিন্ধু একটি-উপন্যাস
13. কোনটি বাগধারা বুঝায়- শিরে সংক্রান্তি
14. ’বাঁশি বাজে ঐ মধুর লগনে’’ এটি কোন বাচ্য-কর্মকর্তৃবাচ্য

DNC Exam Question Full Solution 2020

DNC Exam Question Full Solution 2020

Why result-e.com is very helpful for you? Result-e.com is a Bangladeshi fastest result provider site. Here you can get any type of job exam and Academic exam results faster than any other site.

 

How to Job Apply Online: Our website always gives online job application links. You just have to go to the link and fill it up with your mobile or other online devices. Here you need to resize the picture. Picture size needs 300*300 and signature size is 300*80 then you can submit it to an online Government Job application.

dnc.gov.bd Question full solution 2021

Especially our site is Result related so if you have any questions about any Exam result you just mail our email address, Our admin is always active to help you.

Here you Get Job-Related Broadcast analysis. How many Educational Qualifications need Monthly Salary, Job Requirements, and facilities description we give here step by step. Due to Covid-19 huge numbers of applicants can not apply for any BD job so we give them the possibility to apply by your Android mobile you get all of the Online jobs to apply link and Picture resize link. Just you need to save the jpeg format of all of the functions you get on that site.

 

Teletalk job applies paid system you get your applicant copy in below. Applicant copy ending para is related to how to pay your job application and how to confirm it for apply. After applying and paid you get User id and Password that need to download admit card when your job exam is held.

DNC Exam question and Solution 2020

How to Use result-e.com: Every Job seekers can just type this site title name in google search box looks like result-e.com then press serch button then you get this site to visit and can choose here BD all of the Job circular news updates. Admin gmail: robiuli1624@gmail.com

Result-e.com users using experinece is very good cause this is a fastest job and result related website so our any users have not feel here any hesitation and annoy by fake news only we post here real and applicable circular. If any Job seekers feel any problem about the job description we give here gmail to contact us and get a great idea about the job application process. Users Activity is most important for us so we try to give our admin service to all and our level best.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments