Wednesday, November 29, 2023
HomeQuestion SolutionDNCC exam Question and Solution 2020

DNCC exam Question and Solution 2020

DNCC exam Question and Solution 2020, Dhaka North City Corporation Job exam Question and solution 2020, DNCC question full solution 2020, www.dncc.gov.bd question solution 2020, DNCC question and solution.

Dhaka North City Corporation today take a written exam for several types of post. All of the applicant can see their exam question solution here. Stay with us to get here job related notice updates

DNCC exam Question and Solution 2020

Post Name and Vacancy:

  • 1. Assistant Chief Waste Management Officer – 01
  • 2. Assistant Chief Waste Management Officer Planning – 01
  • 3. Assistant Chief Waste Management Officer Community – 01
  • 4. Insect Control Officer – 01
  • 5. Mosquito Control Inspector – 05
  • 6. Waste Management Inspector – 03
  • 7. Conservancy Inspector – 13
  • 8. Video Cameraman – 01
  • 9. Photographer – 01
  • 10. Video Assistant – 01
  • 11. Spry Man Supervisor – 20
  • 12. Assistant Mechanic Mosquito Control – 05
Total Vacancy Was: 53
Exam was held: 28 November 2020

 

DNCC exam Question and Solution 2020

বাংলা অংশ সমাধানঃ

১. ভাব সম্প্রসারণ করুন (যেকোন ১ টি)

ক) পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

মূলভাব: পরিশ্রমই কল্যাণ বয়ে আনে।পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব নয়।

সম্প্রসারিত ভাবঃ সৌভাগ্য বা মন্দ ভাগ্য কোনো ভাগ্য নিয়েই পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না। মানুষ তার কর্ম, পরিশ্রম ও অনুশীলন দ্বারা নিজের ভাগ্য তৈরি করে।

যিনি জন্ম দান করেন তাকে প্রসূতি বলে। যেমন মা হচ্ছে  সন্তানের প্রসূতি। তেমনি নিরলস পরিশ্রম, অধ্যাবসায়, কর্ম ও অনুশীলন হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। কোনো কাজই সহজ নয়। আবার কঠোর প্ররিশ্রম এবং লেগে থাকার ফলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। একজন দক্ষ ডাক্তার হতে চাইলে শুধু ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়ে বসে থাকলে আজীবনেও আর দক্ষ ডাক্তার হওয়া যাবে না। একজন দক্ষ ডাক্তার হতে চাইলে আপনাকে হতে হবে কঠোর পরিশ্রমী। নিয়মিত অনুশীলন করতে হবে। চর্চা করতে হবে।  তারপর একটা নির্দিষ্ট সময় পর আপনি একজন দক্ষ ডাক্তারে পরিণত হবেন।

মানুষের কর্ম তার ভাগ্য তৈরির সহায়ক। জবীনে সফল হতে পরিশ্রমের বিকল্প নেই।

খ) চরিত্র মানুষের অমূল্য সম্পদ।

মূলভাব: চরিত্র যেমন মানুষের অমূল্য সম্পদ, তেমনি চরিত্রবান মানুষ জাতির সম্পদ। অসৎ সরিত্রের অধিকারী মানুষ শুধু নিজেদের পতন ডেকে আনে না জাতিকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়।

সম্প্রসারিত ভাবঃ একজন মানুষকে বিচার করা হয় তার চরিত্র দ্বারা। তিনি যদি সৎ, চরিত্রবান হন তবে সকলেই তাকে বিশ্বাস করেন, ভালোবাসেন। আর যদি অসৎ, চরিত্রহীন হন তবে সকলেই তাকে অবিশ্বাস করে এবং ঘৃণা করেন।

এমন অনেক মানুষ আছে যাদের অঢেল ধন-সম্পত্তি, গাড়ি, বাড়ি থাকা সত্ত্বেও মানুষ তাদের সম্মান করেন না, ভালোবাসেন না বরং ঘৃণা করেন শুধুমাত্র তারা চরিত্রহীন বলে। আবার এমনও অনেক মানুষ রয়েছে যারা অঢেল ধন-সম্পত্তি’র মালিক নন কিন্তু সবাই তাদের সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন শুধুমাত্র তারা চরিত্রবান বলে। একজন চরিত্রবান মানুষ বিশেষ কিছু গুণাবলী’র অধীকারী হয়। তিনি হন সৎ, বিনয়ী, পরোপকারী, নম্র, ভদ্র, উদার, ন্যায়পরায়ণ, নির্লোভ, রুচিশীল ইত্যাদি। একজন সৎ, চরিত্রবান ব্যাক্তি হন অসীম সম্মান ও শ্রদ্ধার পাত্র।

সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকতে গেলে শুধু অঢেল ধন-সম্পত্তি থাকলেই হয় না। হতে হয় উত্তম চরিত্রের অধীকারী। কারণ মানব জীবনে চরিত্র মুকুটস্বরূপ।

২. এককথায় প্রকাশ করুন।

ক) আমিষের অভাব- উত্তরঃ নিরামিষ  

খ) আকাশে চড়ে বেড়ায় যে- উত্তরঃ খেচর

গ) অল্প কথা বলে যে-উত্তরঃ মিতভাষী

ঘ) অগ্রে গমন করে যে- উত্তরঃ অগ্রগামী

ঙ) হরণ করিবার ইচ্ছা- উত্তরঃ জিহীর্ষা

৩. বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন।

ক) ব্যাঙের আধুলি –উত্তরঃ (সামান্য ধন বা সম্পদ) – সুমনের এ সামান্য কটা টাকা ব্যাঙের আধুলি আর কি।

খ) অরণ্যে রোদন-উত্তরঃ (নিষ্ফল আবেদন)- সুমনের কাছে টাকা চাওয়া আর অরণ্যে রোদন একই!

গ) বালির বাঁধ- উত্তরঃ (অস্থায়ী বস্তু) -সংসার জীবনে সুখ-দুঃখ ঠিক যেন বালির বাঁধের মত।

ঘ) পালের গোদা- উত্তরঃ (সর্দার)- যুদ্ধক্ষেত্রে পালের গোদাই সর্বেসবা।

ঙ) অহিনুকুল- উত্তরঃ (ভীষণ শত্রুতা)- ভারত- পাকিস্তানের সম্পর্ক ঠিক অহিনুকুল সম্পর্ক।

৪. সন্ধি বিচ্ছেদ করুন।

ক) রবীন্দ্র =উত্তরঃ রবি + ইন্দ্র

খ) অপেক্ষা =উত্তরঃ অপ+ঈক্ষা

গ) ষোড়শ =উত্তরঃ ষ্‌ট+ দশ

ঘ) সৌন্দর্য = উত্তরঃ সুন্দর+ষ্ণ

ঙ) অন্বেষণ =উত্তরঃ অনু + এষণ

৫. বিপরীত শব্দ লিখুন।

ক) মহৎ=নীচ

খ) লোভ = নির্লোভ

গ) প্রকাশ= গুপ্ত

ঘ) অধিক= কম

ঙ) প্রত্যক্ষ= পরোক্ষ

Solved by https://result-e.com/

গণিত অংশ সমাধানঃ  

৬. ১ হতে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি?

উত্তরঃ ১-১০ এর মধ্যে যে ৪ টা মৌলিক সংখ্যা আছে। যথাঃ ২,৩,৫ ও ৭

৭. বার্ষিক শতকরা ৬ টাকা হারে চক্রবৃদ্ধি মুনাফায় ১৫০০০ টাকায় ৩ বছরের সবৃদ্ধিমুল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করুন।

উত্তরঃ সবৃদ্ধিমুল ১৭৮৬৫.২৪ চক্রবৃদ্ধি মুনাফা ২৮৬৫.২৫ টাকা

৮. সত্য-মিথ্যা বলুন।

ক) যদি কোন ত্রিভুজের ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে।

উত্তরঃ সত্য

খ) বৃত্তের কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একাধিক স্পর্শক অঙ্কন করা যায়।

উত্তরঃ মিথ্যা। সঠিক তথ্যঃ বৃত্তের কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।

৯.  একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a।  বর্গক্ষেত্রটির  ক্ষেত্রফল কত?

উত্তরঃ a2

১০. পিতা ও পুত্রের মোট বয়স ৮৭ বছর। পুত্র পিতার চেয়ে ৩৯ বছরের ছোট। পিতা ও পুত্রের বয়স কত? ‘

উত্তরঃ পিতার বয়স ৬৩ আর পুত্রের বয়স ২৪ বছর  

ইংরেজি অংশ সমাধানঃ  

১১. Write a paragraph (about 150 words) on waste management.

Waste management or waste disposal includes the activities and actions required to manage waste from its inception to its final disposal. This includes the collection, transport, treatment and disposal of waste, together with monitoring and regulation of the waste management process. Waste can be solid, liquid, or gas and each type has different methods of disposal and management. Waste management deals with all types of waste, including industrial, biological and household. In some cases, waste can pose a threat to human health. Waste is produced by human activity, for example, the extraction and processing of raw materials. Waste management is intended to reduce adverse effects of waste on human health, the environment or aesthetics. Waste management practices are not uniform among countries (developed and developing nations); regions (urban and rural areas), and residential and industrial sectors can all take different approaches. Proper management of waste is important for building sustainable and livable cities, but it remains a challenge for many developing countries and cities. Effective waste management is quite expensive, usually comprising 20%–50% of municipal budgets. Operating this essential municipal service requires integrated systems that are efficient, sustainable, and socially supported. In view of this, the World Bank finances and advises on solid waste management projects using a diverse suite of products and services, including traditional loans, results-based financing, development policy financing, and technical advisory. World Bank-financed waste management projects usually address the entire lifecycle of waste right from the point of generation to collection and transportation, and finally treatment and disposal. A large portion of waste management practices deal with municipal solid waste (MSW) which is the bulk of the waste that is created by household, industrial, and commercial activity

১২. Translate into English.

Try yourself

১৩. Write down the writer’s name of the following books.

a) The Ministry of Utmost Happiness- উত্তরঃ Arundhati Roy (Date of first publication: June 6, 2017)

b) A hundred years of solitude- উত্তরঃ Gabriel García Márquez (Colombian novelist)

c) Things fall apart- উত্তরঃ Chinua Achebe (She is a Nigeria Writer; Originally published: 1958)

d) Divine comedy- উত্তরঃ Dante Alighieri (Epic poetry by this Italian writer)

e) Black skin white masks- উত্তরঃ Frantz Fanon (France)

১৪. Select the right form of verb.

a) Hardly had we reached the school, ……………………Ans: when the bell rang  

b) A ………. stone gathers no moss. Ans: rolling

c) A basket of apples ___ been sold. Ans: has

d)  The doctor suggested that the patient — weight. Ans: lose

e) I you don’t mind, I would rather not…..Ans: go

১৫. Write the meaning of the following Idioms.

a) Bell the cat- উত্তরঃ আর দশকজনকে বাঁচাবার জন্য বিপজ্জনক কাজে হাত দেওয়া/ম্যাও ধরা

b) Scapegoat- উত্তরঃ বলির পাঁঠা/অন্যের কৃত দোষের ফলভোগী ব্যক্তি

c) Cutting edge- উত্তরঃ অগ্রগতিসম্পন্ন বা সর্বশেষ

d) Ants in your pants- উত্তরঃ অস্বস্তি বোধ হওয়া

e) Once in a blue moon- উত্তরঃ কদাচিৎ ( কখনই না )

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ  

১৬. সংক্ষিপ্ত উত্তর দিন।

ক) লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ টেমস নদী

খ) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টের নাম কি? উত্তরঃ কমলা হ্যারিস (কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত)

গ) মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? উত্তরঃ আফ্রো-আমেরিকান মানবাধিকার কর্মী ও যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা

ঘ) COVID-19 এর পূর্ণরূপ কি? উত্তরঃ Coronavirus Disease of 2019

ঙ) ফুটবল তারকা ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কত সালে? উত্তরঃ ১৯৮৬ সালে

চ) “সান ফ্লাওয়ার” পেইন্টিং এর চিত্রশিল্পীর নাম কি? উত্তরঃ ভিনসেন্ট ভ্যান গগ (নেদারল্যান্ডস এই চিত্রশিল্পীর ১৮৮৮ সালে আঁকা ‘সান ফ্লাওয়ার তুমুল জনপ্রিয় হয়)

ছ)  ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ চলচ্চিত্রের পরিচালকে নাম কি? উত্তরঃ সুভাষ দত্ত (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে ১৯৭২ সালে নির্মিত এই চলচ্চিত্রটি)

জ) BIMSTEC এর পূর্ণরূপ কি? উত্তরঃ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (এটি ১৯৯৭ সালে গঠিত হয়। বিমসটেক এর সদর দপ্তর ঢাকায়।)

ঝ) Internet of things (IOT) বলতে কি বুঝায়? উত্তরঃ ইন্টারনেট অব থিংস কে সংক্ষেপে আইওটি বলে, যার বাংলা অর্থ হল বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ। দৈনন্দিন ব্যবহার্য ছোট বড় প্রযুক্তি যখন ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা হয়, তখন এসব প্রযুক্তিকে ইন্টারনেট অব থিংগস বলা হয়।

ঞ) শিক্ষা ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার ২০২০ লাভ করে কোন প্রতিষ্ঠান? উত্তরঃ ভারতেশ্বরী হোমস

ট) বাংলাদেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) টার্মিনাল কোথায় অবস্থিত? উত্তর: মহেশখালী, কক্সবাজার।

ঠ) পটচিত্র কি? উত্তরঃ পটচিত্র পট বা বস্ত্রের উপর আঁকা একপ্রকার লোকচিত্র। এটি প্রাচীন বাংলার (বাংলা ভাষাভাষী অধ্যুষিত অঞ্চল) অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য।

ড) পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে? উত্তরঃ মানিক বন্দোপাধ্যায় ( ১৯৩৬ সালে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রকাশিত হয়)

ঢ) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৮৬ সালে (এটি সাভারের জিরানীতে অবস্থিত)

ণ) বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কি হিসেবে স্বীকৃতি দেয়? উত্তরঃ ঐতিহাসিক দলিল ( ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। )

ত) ‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটির গীতিকার কে? উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায় (ডিএল রায়)

থ) বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নায়কের পূর্ণনাম লিখুন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

দ) জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম লিখুন? উত্তরঃ আন্তোনিও গুতারেস (পর্তুগাল)

ধ) বর্জ্য ব্যবস্থাপনায় 3R বলতে কী বোঝো? উত্তরঃ বর্জ্য ব্যবস্থাপনা-তে 3R হলো Reduce – বর্জ্যের পরিমান হ্রাস ; Reuse – পুনর্ব্যবহার ; Recycle – পুনর্নবীকরণ।

ন) Green Color ডাস্টবিনে কি ধরণের বর্জ্য রাখা হয়? উত্তরঃ পচনশীল বর্জ্য

 

Dhaka North City Corporation Job exam Question and solution 2020

Why result-e.com is very helpful for you? Result-e.com is a Bangladeshi fastest result provider site. Here you can get any type of job exam and Academic exam results faster than any other site.

How to Job Apply Online: Our website always gives online job application links. You just have to go to the link and fill it up with your mobile or other online devices. Here you need to resize the picture. Picture size needs 300*300 and signature size is 300*80 then you can submit it to an online Government Job application.

Especially our site is Result related so if you have any questions about any Exam result you just mail our email address, Our admin is always active to help you.

Here you Get Job-Related Broadcast analysis. How many Educational Qualifications need Monthly Salary, Job Requirements, and facilities description we give here step by step. Due to Covid-19 huge numbers of applicants can not apply for any BD job so we give them the possibility to apply by your Android mobile you get all of the Online jobs to apply link and Picture resize link. Just you need to save the jpeg format of all of the functions you get on that site.

DNCC question full solution 2020

Teletalk job applies paid system you get your applicant copy in below. Applicant copy ending para is related to how to pay your job application and how to confirm it for apply. After applying and paid you get User id and Password that need to download admit card when your job exam is held.

How to Use result-e.com: Every Job seekers can just type this site title name in google search box looks like result-e.com then press serch button then you get this site to visit and can choose here BD all of the Job circular news updates. Admin gmail: robiuli1624@gmail.com

Result-e.com users using experinece is very good cause this is a fastest job and result related website so our any users have not feel here any hesitation and annoy by fake news only we post here real and applicable circular. If any Job seekers feel any problem about the job description we give here gmail to contact us and get a great idea about the job application process. Users Activity is most important for us so we try to give our admin service to all and our level best.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments