Thursday, December 7, 2023
HomeQuestion SolutionRecent General Knowledge Updates 2021

Recent General Knowledge Updates 2021

Recent General Knowledge Updates 2021, Bangladeshi Job related all of the Exam question GK we provide updates here. Mashik Currect affairs, Current General Knowledge 2021 all notice and question easily get found here. Just keep on your eyes here to get GK updates.

All of the most recent information that is important for Job exam question we try to post here. So we remain this is the helpful post for take Job exam preparation in General knowledge.

January to December All of the Month of 2021 GK question updates here. So study here to take a great job preparation for Job exam In GK. Also you get here job exam question solution that help you to make a lesson wise suggestion for job exam. All of the learning step help you to get success in job exam.

Recent General Knowledge Updates 2021

 

Recent General Knowledge Updates 2021
Recent General Knowledge Updates 2021

General Knowledge Updates 2021

প্রথম পর্বঃ 

  • ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে-নাসা
  • দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? ২০২৩ সালে
  • ছেড়া দ্বিপে মানুষ যাতায়াত নিষিদ্ধ হয়ঃ ২ জানুয়ারী ২০২১
  • মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয়ঃ ১ ফেব্রুয়ারি ২০২১
  • মিয়ানমারে জরুরী অবস্থা- ১২ মাসের জন্য।
  • অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি?- এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।
  • অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? – সেপ্টেম্বর, ১৯৮৮ সাল।
  • মিয়ানমারের সেনা সমর্থিত দল- USDP- union soliderity and development party.
  • ১৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে’ – ভুটান।
  • কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয়েছে? – হালদা নদী
  • বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? ৮টি
  • ১৭ ডিসেম্বর ২০২০ কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়?- মরিশাসের রাজধানী পাের্ট  লুইস-এ; সড়কের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট’।
  •  যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?- কমলা হ্যারিস
  • বিশ্বের দীর্ঘতম ট্রাস (TruSS) ও গভীরতম পাইলের সেতু কোনটি? -পদ্মা সেতু।
  • ‘ভাসানচর কোথায় অবস্থিত? -নােয়াখালী জেলার হাতিয়া উপজেলার  চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।
  • ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা  ও হংসমিথুন কীসের নাম? -বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি নতুন উড়ােজাহাজের নাম।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? ২৯ নভেম্বর ২০২০; দৈর্ঘ্যঃ ৪.৮ কিমি।
  • দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে?  ১৭ ডিসেম্বর ২০২০।
  • ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি?- ‘ন, ডরাই’ ও ‘ফাগুন হাওয়া (যৌথভাবে)।
  • ৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কী? -আলােকবর্তিকা।
  • দেশের তৃতীয় সাবমেরিন  ক্যাবল স্থাপিত হবে কোথায়? -কক্সবাজারে

Current affairs Question Updates 2021

  • তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে? -SEA-ME-WE-6
  • ২০২০ সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির ‘হলুদ পদ্ম’ ফুলের নামকরণ করা হয় কী? -গােমতী।
  • গােমতী বা হলুদ পদ্মের  বৈজ্ঞানিক নাম কী? -Nelumbo nucifera gomoti,Bangladesh
  • কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত প্রকারের নাম কী?- বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
  • বাংলাদেশে চাষ করা “অমৃত” নামক আমের জাত কোন দেশের? -ভিয়েতনাম।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (TSC) নকশা করেছিলেন কে?-  গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ. ডক্সিয়াডিস  (Constantinos A. Doxiadis)
  • ২০২০ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়? ৬টি- কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়,শ্যামপুর (রংপুর), রংপুর (গাইবান্ধা) ও সেতাবগঞ্জ (দিনাজপুর) চিনিকল।
  • ১৩ ডিসেম্বর ২০২০ দেশের প্রথম ‘থ্রিডি মিউজিক্যাল ফোয়ারা’ উদ্বোধন করা হয় কোথায়? – বরগুনা।
  • মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত ?- চট্টগামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়
  • ১ ডিসেম্বর ২০২০ চাঁদে  সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কী? – Change’c-5
  • ৫ ডিসেম্বর ২০২০ প্রথমবার কোনাে গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কী? – Hayabusa-2।
  • যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? – গ্যাল নরটন
  • যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? – ডেব হাল্যান্ড।
  • ২০২০ সালে কোন দেশের পার্লামেন্ট ‘তিনটি কৃষি আইন পাশ হলে কৃষক ব্যাপক আন্দোলন শুরু করে? – ভারত
  • ১৪ ডিসেম্বর ২০২০ কোন দেশ ” যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালাে তালিকা থেকে মুক্ত হয়? -সুদান।
  • যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ  চুক্তি থেকে বের হয়ে যায় কবে? ২২ নভেম্বর ২০২০।
  • প্রকাশিতব্য The Presidential Years নামক আত্মজীবনীর লেখক কে?- ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
  • ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? ২৫-৩১ অক্টোবর ২০২১
  • বাংলাদেশের মাথাপিছু আয় কত? ৪,৯৭৬ মার্কিন ডলার।
  • বাংলাদেশের গড় আয়ু কত?  ৭২.৬ বছর।
  • সার্কভুক্ত দেশের গড় আয়তে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ (৭৮.৯ বছর)। :
  • সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটা? – আফগানিস্তান (৬৪.৮ বছর)

দ্বিতীয় পর্বঃ 

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা

  • ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় কবে? – ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে কোন বিষয়টি? – গ্রামীণ রূপান্তর
  • ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে গ্রামীণ রূপান্তর কোন অঙ্গীকার অনুযায়ী? – ‘আমার
  • গ্রাম, আমর শহর’
  • ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যসমূহ কয়টি? – ১২ টি
  • ৮ম পঞ্চবর্ষিক পরিকল্পনায় প্রস্তাবিত স্লোগান কি? – দক্ষতার উন্নয়ন বিনিয়োগ
  • ৮ম পঞ্চবর্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত সাল পর্যন্ত? – ২০২৫

GI- (Geographical Indication)

  • চতুর্থ GI পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? – ঢাকাই মসলিন
  • ঢাকাই মসলিনের Gস্বত্বসংক্রান্ত গেজেট প্রকাশিত হয় কবে? – ২৮ ডিসেম্বর , ২০২০
  • বর্তমানে ঢাকাই মসলিন নিয়ে গবেষণা দলের প্রধান কে? – বিজ্ঞানী মো. মনজুর হোসেন
  • প্রথম স্বীকৃতি পাওয়া GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? – জামদানি (১৭ নভেম্বর, ২০১৬)
  • ক্ষীরশাপাতি আম কবে ৩য় GI পণ্য হিসেবে স্বীকৃতি পায়? – ২৭ জানুয়ারি, ২০১৯
  • দ্বিতীয় GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? – ইলিশ ( ৬ আগস্ট, ২০১৭)

বঙ্গবন্ধু শেখ  মুজিব রেলওয়ে সেতু

  • বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? – ২৯ নভেম্বর, ২০২০
  • বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কতটি দেশের অর্থায়নে নির্মিত? – ২ টি ( জাপান ও বাংলাদেশ)
  • বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটিতে একই সাথে কতটি ট্রেন চলাচল করতে পারবে? – ২ টি
  • বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটি নির্মিত হচ্ছে কত লেনের? – ডাবল লেনের
  • বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে? ২০২৪ সালের আগস্ট মাসে
  • বর্তমানে সবচেয়ে বড় রেলসেতু কোনটি? – হার্ডিঞ্জ ব্রিজ
  • হার্ডিঞ্জ ব্রিজ কোথায় অবস্থিত? – পাবনার পাকশীতে পদ্মার নদীর উপর
  • ভবিষ্যৎতে সবচেয়ে বড় রেলসেতু নির্মিত হতে যাচ্ছে কোনটি? – বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু
  • কোথায় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মিত হবে? – যমুনা নদীর উপর

বাংলাদেশ-ভুটান

  • বাংলাদেশকে স্বাধীন ও স্বার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? – ভুটান
  • বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ৬ ডিসেম্বর, ২০২০
  • বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশের কতটি পণ্য ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকারের
  • সুযোগ পায়? – ১০০ ‍টি
  • বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক চুক্তিতে ভুটানের কতটি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকারের
  • সুযোগ পায়?- ৩৪ টি
  • বাংলাদেশের পক্ষে কে বাংলাদেশ ও ভুটান দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন? – টিপু মুন্সী
  • বাংলাদেশ ও ভুটান দ্বিপাক্ষিক চুক্তির সময় ভুটানের বাণিজ্যমন্ত্রী কে ছিলেন? – লোকনাথ শর্মা

জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত হলো ভূমি মন্ত্রণালয়

  • ভূমি মন্ত্রণালয় কবে জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত হয়? ২০২০ সালে
  • ভূমি মন্ত্রণালয় কোন কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত হয়? – জমির নামজারী বা ই-মিউটেশন
  • প্রতি বছরের কত তারিখে ‘পাবলিক সার্ভিস ডে’ উদযাপন করা হয়? – ২৩ জুন।
  • কতটি জেলা মিউটেশন বাস্তবায়ন শুরু হয়? – ৬১ টি ( তিনটি পার্বত্য জেলা বাদ)

অন্যান্যঃ

  • শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত- সিলেটের হবিগঞ্জ
  • শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ২০২১ জাতীয় সংসদে পাশ হয় কবে- ১ ফেব্রুয়ারি
  • বিদেশ থেকে সর্বাধিক আমদানিকৃত ফল কোনটি- আপেল, ২য় মাল্টা
  • বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র কতটি- ১৪ টি
  • সর্বশেষ এফএম বেতার কেন্দ্র চালু করা হয় কোথায়- ময়মনসিংহ ও গোপালগঞ্জ
  • মন্ত্রনালয়ের অধীনে বর্তমানে সামাজিক কর্মসূচি রয়েছে কতটি- ১৪৩ টি
  • বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ পূর্বে কি নামে পরিচিত ছিল- ফরিদপুর মেডিকেল কলেজ
  • বাংলাদেশে সামুদ্রিক মাছের প্রজাতি কতটি – ৭৪০ টি
  • বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাত কোনটি – বারি কফি-১
  • বঙ্গবন্ধুর নামে ২০২১ সালে সড়কের নামকরণ করা হয় কোন দেশে – ফিলিস্তিনে
  • ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলা ভাষার স্থান কত – সপ্তম
  • মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষা বিশ্বের কততম ভাষা – পঞ্চম
  • আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২১ লাভ করে কতজন- ২ জন
  • || মাতৃভাষা জাতীয় পদক ২০২১ লাভ করে কে – মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মথুরা বিকাশ ত্রিপুরা
  • || মাতৃভাষা জাতীয় পদক ২০২১ লাভ করে – ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং বলিভিয়ার প্রতিষ্ঠান
  • সবচেয়ে কম বয়স নারী হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন কে – জেসমিন হ্যারিসন (যুক্তরাজ্য) (২১ বছর বয়সী)
  • আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) তৃতীয় প্রধান প্রসিকিউটর কে – করিম খান কিউসি (যুক্তরাজ্য)
  • মিয়ানমারের সামরিকক জান্তা SAC গঠন করে কবে – ২ ফেব্রুয়ারি ২০২১
  • EIU’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি – নরওয়ে
  • ইআইইউ ’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি – উত্তর কোরিয়া
  • || ’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত – ৭৬তম
  • ২৭ জানুয়ারি ২০২১ বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়- ৫৪তম
  • বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে – রুনু ভেরোনিকা কস্তা
  • বাংলাদেশে করোনা ভাইরাসের গণটিকাদান কার্যক্রম চালু হয়- ৭ ফেব্রুয়ারি ২০২১
  • বাংলাদেশে করোনা ভাইরাস টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপ – সুরক্ষা
  • প্রথম দেশ হিসেবে গণ টিকাদান কার্যক্রম শুরু করে কোন দেশ – যুক্তরাজ্য (৮ ডিসেম্বর, ২০২০)
  • ‘জয় বাংলা’ স্লোগানের প্রথম লিপিকার  কামাল আহমেদ মৃত্যুবরণ করেন – ২৪ জানুয়ারি ২০২১
  • World Interfaith Harmony Week – 1-7 ফেব্রুয়ারি

Current World Question updates

যততম আসর বিষয়/খেলা স্থান সাল
৭ম আইসিসি টি-২০  বিশ্বকাপ ভারত ২০২১
৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক টোকিও, জাপান ২৩ জুলাই-৮ আগস্ট ২০২১
৪৭তম কোপা আমেরিকা আর্জেন্টিনা ও কলম্বিয়া ২০২১
২য় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত ২০২১
২২তম বিশ্বকাপ ফুটবল কাতার ২০২২
১৩তম বিশ্বকাপ ক্রিকেট ভারত ২০২৩
৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিস, ফ্রান্স ২০২৪
২৩তম বিশ্বকাপ ফুটবল কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ২০২৬
৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র ২০২৮

 

নাম তম স্থান সময়কাল
FAO (Aisa-Pasific Regional conference) ৩৬তম বাংলাদেশ ২০২২
আসিয়ান (ASEAN) ৩৯তম বন্দর সেরি বেগওয়ান, ব্রুনাই নভেম্বর, ২০২১
আসিয়ান (ASEAN) ৩৮তম বন্দর সেরি বেগওয়ান, ব্রুনাই এপ্রিল, ২০২১
BIMSTEC ৫ম শ্রীলংকা ২০২১
COP26 গ্লাসগো, স্কটল্যান্ড ১-১২ নভেম্বর, ২০২১

 

আন্তর্জাতিক ডোপিং-বিরোধী সংস্থার সদর দপ্তর – লুজান, সুইজারল্যান্ড

কত সাল পর্যন্ত রাশিয়াকে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয় – ২০২৩

২০২২ কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে বা খেলতে পারবে না কোন দেশ – রাশিয়া

রাশিয়া কোন  আন্তর্জাতিক  সংস্থা কর্তৃক ২০২৩ সাল পর্যন্ত সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয় – ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)

Current General Knowledge 2021

Our website result-e.com always try to Bangladeshi job applicant provide suggestion that how to take they are job exam preparation. Most important world classic questions with Bangladeshi GK Updates all of the question is very important for job exam.

If you are a job examine we remain this is the most helpful page for you cause our all of the question and suggestion only for you that help you so much

We analysis all of the job exam question and GK question than provide the most important question here that you get a great common in your competitive job exam. NTRCA, Numbers of Ministry, Office Assistant Job , Computer typist job and Also it helpful for Director post also.

Mashik Currect affairs Updates 2021

If your need more information in any job exam question and suggestion can mail us our admin panel try to provide you best suggestion and idea about the exam question pattern.

Our website all of the category you can visit for numbers of essential information if your need Job circular you can Visit Job Circular Category. Other way you need Job exam date you can click that category to the topic related all Notices

RELATED ARTICLES

Most Popular

Recent Comments