Site icon Result BD

SSC Result 2025 Marksheet With Number

SSC Result 2025

মাধ্যমিক পর্যায়ে এসএসসি ২০২৫ পরীক্ষা শেষ করে SSC Result 2025 প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়।

এই পরীক্ষার ফলাফল শিক্ষার্থীরা কখন দেখতে পারবে এবং কিভাবে দেখতে পারবে তা জানতে এখানে এসেছে।

আমরা চেষ্টা করব পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গুলো শিক্ষার্থীদের কে জানানোর। তাই সম্পূর্ণ পোস্ট শেষ পর্যন্ত পড়ো এবং এই বিষয়গুলো জেনে নাও।

যে সকল বোর্ড রেজাল্ট প্রকাশ করবে –

এসএসসি পরীক্ষা ২০২৫ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যঃ

কখন রেজাল্ট প্রকাশ করা হবে ?

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী সকাল দশটার দিকে ফলাফল প্রকাশ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে

এবং দুপুর 12 টার মধ্যে শিক্ষার্থীদের ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। তবে এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীরা চাইলে এর আগেও ফলাফল দেখতে পারে।

এখানে ফলাফল দেখার সব নিয়ম তুলে ধরছি, যেখান থেকে শিক্ষার্থী খুব সহজে তার ফলাফল দেখতে পারবে।

ফলাফল দেখার কয়টি নিয়ম ?

মূলত তিনটি নিয়মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল গুলো দেখতে পারে যা নিচে তুলে ধরা হলোঃ

  1. এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখা
  2. স্বাভাবিক রেজাল্ট দেখা
  3. মার্কশিট সহ রেজাল্ট দেখা

নিচে আমরা সকল রেজাল্ট দেখার নিয়ম তুলে ধরছি। এখান থেকে শিক্ষার্থীরা সে নিয়মগুলো অনুসরণ করে এক মিনিটে ফলাফল দেখতে পারবে।

এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়মঃ

শিক্ষার্থী চাইলে যে কোন মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে রেজাল্ট দেখতে পারবে। তবে এসএমএস পাঠানোর একটি চার্জ কেটে নিবে তার ব্যালেন্স থেকে।

তাই ব্যালেন্সে অবশ্যই পর্যাপ্ত অর্থ রেখে এসএমএস পাঠাতে হবে। কোন ভাবেই এসএমএস আগেভাগে পাঠানো যাবে না, রেজাল্ট প্রকাশ হওয়ার পরই এসএমএস পাঠাতে হবে।

এসএমএস পাঠানোর নিয়মঃ SSC স্পেস বোর্ডের প্রথম ৩ অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস পরীক্ষার সাল – লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে

উদাহরণঃ SSC DHA 124578 2025 – 16222

এভাবে যদি শিক্ষার্থী তার যেকোনো সিম অপারেটর থেকে এসএমএস পাঠায় তাহলে পরের এসএমএসের শিক্ষার্থীকে রেজাল্ট সম্পর্কিত সকল তথ্য জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

SSC Result 2025 দেখার প্রথম নিয়ম:

নির্জনীয় অনুসরণ করে শিক্ষার্থীরা এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানতে পারবে। তবে এখানে শুধু গ্রেড পয়েন্ট আকারে রেজাল্ট দেখাঢ়।।

ওয়েবসাইট লিংক – http://www.educationboardresults.gov.bd

মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার দ্বিতীয় নিয়মঃ

যদি শিক্ষার্থী কোন বিষয়ে মার্কশিট আকারে তার ফলাফল দেখতে চাই তবে নিচে নিয়ম অনুসরণ করে ফলাফল দেখতে হবে।

ওয়েবসাইট লিংক – https://eboardresults.com/bn/ebr.app/home/

আরও পড়ুনঃ HSC Result Check All Education Board

Exit mobile version